স্বাধীনতা দিবসে সাবেক জাতীয় ক্রিকেটারদের টি-টেন ম্যাচ

গতকাল স্বাধীনতা দিবসে সাবেক জাতীয় ক্রিকেটাররা হোম অব ক্রিকেট শেরেবাংলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবুজ ও লাল দলের হয়ে।

বিকেলে ১০ ওভারে এ প্রদর্শনী ক্রিকেটে শেষ হাসি লাল দলের।

৯৭’র আইসিসি ট্রফি বিজয়ী দলের অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে বাংলদেশ সবুজ দল নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে তুলেছিল ৮৭ রান। ২৪ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আবাহনীর এবারের প্রধান সহকারী কোচ রাজিন সালেহর ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

সবুজ দল : ১০ ওভারে ৮৭/৩ (আতাহার আলী ৭, নাইমুর রহমান দুর্জয় ০, মোহাম্মদ রফিক ৪, রাজিন সালেহ অপরাজিত ৩৫, মিনহাজুল আবেদিন নান্নু অপরাজিত ৩১; তালহা জুবয়ের ২/১১, মোর্শেদ আলী খান সুমন ১/১২)

লাল দল : ৯.৩ ওভারে ৮৮/৫ (মেহরাব হোসেন অপি ০, জাভেদ ওমর বেলিম ৩, তুষার ইমরান ৪, এহসানুল হক সিজান ১৮, হাসানুজ্জামান অপরাজিত ১০, আবদুর রাজ্জাক ১৯, তালহা জুবায়ের অপরাজিত ১৯; মোহাম্মদ রফিক ২/১৪, হাসিবুল হোসেন শান্ত ১/২৪, নাজমুল ১/১৩, খালেদ মাহমুদ ১/২১)।

সোমবার, ২৭ মার্চ ২০২৩ , ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪

স্বাধীনতা দিবসে সাবেক জাতীয় ক্রিকেটারদের টি-টেন ম্যাচ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

গতকাল স্বাধীনতা দিবসে সাবেক জাতীয় ক্রিকেটাররা হোম অব ক্রিকেট শেরেবাংলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবুজ ও লাল দলের হয়ে।

বিকেলে ১০ ওভারে এ প্রদর্শনী ক্রিকেটে শেষ হাসি লাল দলের।

৯৭’র আইসিসি ট্রফি বিজয়ী দলের অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে বাংলদেশ সবুজ দল নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে তুলেছিল ৮৭ রান। ২৪ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আবাহনীর এবারের প্রধান সহকারী কোচ রাজিন সালেহর ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

সবুজ দল : ১০ ওভারে ৮৭/৩ (আতাহার আলী ৭, নাইমুর রহমান দুর্জয় ০, মোহাম্মদ রফিক ৪, রাজিন সালেহ অপরাজিত ৩৫, মিনহাজুল আবেদিন নান্নু অপরাজিত ৩১; তালহা জুবয়ের ২/১১, মোর্শেদ আলী খান সুমন ১/১২)

লাল দল : ৯.৩ ওভারে ৮৮/৫ (মেহরাব হোসেন অপি ০, জাভেদ ওমর বেলিম ৩, তুষার ইমরান ৪, এহসানুল হক সিজান ১৮, হাসানুজ্জামান অপরাজিত ১০, আবদুর রাজ্জাক ১৯, তালহা জুবায়ের অপরাজিত ১৯; মোহাম্মদ রফিক ২/১৪, হাসিবুল হোসেন শান্ত ১/২৪, নাজমুল ১/১৩, খালেদ মাহমুদ ১/২১)।