স্পেনের জয়, ক্রোয়েশিয়াকে রুখে দিল ওয়েলস

ইনজুরিতে থাকা আর্লিং হালান্ডের অনুপস্থিতিতে গত শনিবার স্পেনের কাছে ৩-০ গোলে হেরে ইউরো বাছাইপর্ব শুরু করেছে নরওয়ে।

মালাগাতে আলেহান্দ্রো বাল্ডের ১৩ মিনিটের লো ক্রসে ডানি ওলমো গোল করে স্পেনকে এগিয়ে দেন। স্পেনের হয়ে অভিষেক ম্যাচে বাকি দুই গোল করেছেন জোসেলু। এর মাধ্যমে নতুন কোচ লুইস ডি লা ফুয়েন্তের জয় দিয়ে স্প্যানিশ অধ্যায় শুরু হলো।

তিনবারের ইউরো জয়ী স্পেন আগামী বুধবার পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের মোকাবিলা করবে। গ্রুপ এ’র আরেক ম্যাচে স্কটল্যান্ড ৩-০ গোলে সাইপ্রাসকে উড়িয়ে দিয়েছে।

ইউরো ২০০০’র পর থেকে বড় কোন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নরওয়ে। উরুর সমস্যার কারণে আগামী সপ্তাহে জর্জিয়া সফরেও নরওয়ে দলে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ডকে।

গত বিশ^কাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া গ্রুপ ডি’তে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র দিয়ে ইউরো যাত্রা শুরু করেছে। ওয়েলসের হয়ে অভিষিক্ত অ্যাটাকার নাথান ব্রডহেড লম্বা থ্রো থেকে বল জালে জড়িয়ে ওয়েলসকে এক পয়েন্ট উপহার দেন। এর আগে ২৮ মিনিটে আন্দ্রেজ ক্রামারিচের লো শটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ক্রোয়েশিয়া। দলীয় অধিনায়ক ও রেকর্ড গোলদাতা গ্যারেথ বেলের অবসরের পর এই প্রথম ওয়েলস মাঠে নেমেছিল। ক্রোয়েশিয়ার হয়ে ১৬৩তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন লুকা মড্রিচ। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ঘরের মাঠে ক্রোয়েশিয়া কখনোই হারেনি। ১৯৯৪ সালের পর থেকে এনিয়ে ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে ক্রোয়েটরা।

এই গ্রুপের আরেক ম্যাচে তুরস্ক পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্মেনিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে। লিভারপুলের ডিফেন্ডার ওজান কাবাকের আত্মঘাতী গোলে ১০ মিনিটে পিছিয়ে পড়েছিল তুরস্ক। ইয়েরেভানে এরপর ওরকান ককচু ও কেরেম আকটারকোগ্লুর দুই অর্ধের দুই গোলে সফরকারী তুরস্কের জয় নিশ্চিত হয়।

সোমবার, ২৭ মার্চ ২০২৩ , ১৩ চৈত্র ১৪২৯, ০৪ রমজান ১৪৪৪

স্পেনের জয়, ক্রোয়েশিয়াকে রুখে দিল ওয়েলস

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ইনজুরিতে থাকা আর্লিং হালান্ডের অনুপস্থিতিতে গত শনিবার স্পেনের কাছে ৩-০ গোলে হেরে ইউরো বাছাইপর্ব শুরু করেছে নরওয়ে।

মালাগাতে আলেহান্দ্রো বাল্ডের ১৩ মিনিটের লো ক্রসে ডানি ওলমো গোল করে স্পেনকে এগিয়ে দেন। স্পেনের হয়ে অভিষেক ম্যাচে বাকি দুই গোল করেছেন জোসেলু। এর মাধ্যমে নতুন কোচ লুইস ডি লা ফুয়েন্তের জয় দিয়ে স্প্যানিশ অধ্যায় শুরু হলো।

তিনবারের ইউরো জয়ী স্পেন আগামী বুধবার পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের মোকাবিলা করবে। গ্রুপ এ’র আরেক ম্যাচে স্কটল্যান্ড ৩-০ গোলে সাইপ্রাসকে উড়িয়ে দিয়েছে।

ইউরো ২০০০’র পর থেকে বড় কোন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নরওয়ে। উরুর সমস্যার কারণে আগামী সপ্তাহে জর্জিয়া সফরেও নরওয়ে দলে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ডকে।

গত বিশ^কাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া গ্রুপ ডি’তে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র দিয়ে ইউরো যাত্রা শুরু করেছে। ওয়েলসের হয়ে অভিষিক্ত অ্যাটাকার নাথান ব্রডহেড লম্বা থ্রো থেকে বল জালে জড়িয়ে ওয়েলসকে এক পয়েন্ট উপহার দেন। এর আগে ২৮ মিনিটে আন্দ্রেজ ক্রামারিচের লো শটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ক্রোয়েশিয়া। দলীয় অধিনায়ক ও রেকর্ড গোলদাতা গ্যারেথ বেলের অবসরের পর এই প্রথম ওয়েলস মাঠে নেমেছিল। ক্রোয়েশিয়ার হয়ে ১৬৩তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন লুকা মড্রিচ। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ঘরের মাঠে ক্রোয়েশিয়া কখনোই হারেনি। ১৯৯৪ সালের পর থেকে এনিয়ে ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে ক্রোয়েটরা।

এই গ্রুপের আরেক ম্যাচে তুরস্ক পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্মেনিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে। লিভারপুলের ডিফেন্ডার ওজান কাবাকের আত্মঘাতী গোলে ১০ মিনিটে পিছিয়ে পড়েছিল তুরস্ক। ইয়েরেভানে এরপর ওরকান ককচু ও কেরেম আকটারকোগ্লুর দুই অর্ধের দুই গোলে সফরকারী তুরস্কের জয় নিশ্চিত হয়।