সূচকের পতনেও বেড়েছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াই গুণ বেশি হয়েছে। তবে বেড়েছে লেনদেন পরিমাণ। সূচক পতনের একই অবস্থা অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াই গুণ বেশি হয়েছে। কমেছে লেনদেন পরিমাণ। উভয় স্টকে বেড়েছে বিক্রেতার চাপ।

গতকাল ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৩ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৫ দশমিক ৪০ পয়েন্টে এবং ১ হাজার ৩৪৯ দশমিক ৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮টি এবং কমেছে ৭২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৩টির। এদিন ডিএসইতে ইউনিক হোটেলের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ইউনিক হোটেল ৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ২৭ কোটি ৫০ লাখ টাকা, সি পার্ল বিচ ১৭ কোটি ৭৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৭ কোটি ৪১ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১২ কোটি ৯২ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১২ কোটি ৩১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১১ কোটি ৮৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৮ কোটি ৫৭ লাখ টাকা এবং আরডি ফুড ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৭ কোটি ১৯ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭টি, কমেছে ৪০টি এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৬ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯৩ পয়েন্ট, সিএসসিএক্স ২৮ দশমিক ১১ পয়েন্ট এবং সিএসআই ৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৯৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৫ দশমিক ১৯ পয়েন্টে, ১০ হাজার ৯৮৬ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১ হাজার ১৫৩ দশমিক ৭৩ পয়েন্টে।

এদিন সিএসইতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন প্রিমিয়ার ব্যাংক ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ৬১ লাখ টাকা, আমান কর্টন ৫০ লাখ টাকা, ইউনিক হোটেল ৪৭ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ৩৯ লাখ টাকা, বিকন ফার্মা ৩৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩০ লাখ টাকা, সি পার্ল বিচ ৩০ লাক টাকা, সিএলআইসিএল ২৭ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮টির বা ৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬.২০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬১.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ ইউনিক হোটেলের ৮.৫৬ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮.৪৯ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৭.৮০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.০৩ শতাংশ, আজিজ পাইপের ৪.৭৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৪১ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৩০ শতাংশ, রুপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৭৯ শতাংশ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ২.৪৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আরও খবর
কঠিন শর্তে পাঁচ হাজার কোটি টাকা চীনা ঋণ নিচ্ছে সরকার
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল আহমেদ
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোকাম্মেল হক
চা নিলাম বর্ষ শুরু হচ্ছে ১৭ এপ্রিল, নিলাম হবে ৬৯টি
বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের অভিযোগে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন
সোনালী ব্যাংক ও বয়লার পরিদর্শকের কার্যালয়ের মধ্যে চুক্তি
বিএডিসিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্যাপন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অ্যাডি সফটের মধ্যে চুক্তি
জনতা ব্যাংকে স্বাধীনতা দিবস উদ্যাপন
মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন কৃষক
স্বাধীনতা দিবসে ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর শ্রদ্ধা
পানিসম্পদ মন্ত্রণালয়ের স্বাধীনতা দিবস উদ্যাপন
মহান স্বাধীনতা উপলক্ষে সরকারি কর্ম কমিশনের অনুষ্ঠান
ঈদ উপলক্ষে ভিশন ব্লেন্ডারের লাখপতি অফার

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াই গুণ বেশি হয়েছে। তবে বেড়েছে লেনদেন পরিমাণ। সূচক পতনের একই অবস্থা অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন আড়াই গুণ বেশি হয়েছে। কমেছে লেনদেন পরিমাণ। উভয় স্টকে বেড়েছে বিক্রেতার চাপ।

গতকাল ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৩ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৫ দশমিক ৪০ পয়েন্টে এবং ১ হাজার ৩৪৯ দশমিক ৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮টি এবং কমেছে ৭২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৩টির। এদিন ডিএসইতে ইউনিক হোটেলের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ইউনিক হোটেল ৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ২৭ কোটি ৫০ লাখ টাকা, সি পার্ল বিচ ১৭ কোটি ৭৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৭ কোটি ৪১ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১২ কোটি ৯২ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১২ কোটি ৩১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১১ কোটি ৮৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৮ কোটি ৫৭ লাখ টাকা এবং আরডি ফুড ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৭ কোটি ১৯ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭টি, কমেছে ৪০টি এবং পরিবর্তন হয়নি ৩৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৬ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯৩ পয়েন্ট, সিএসসিএক্স ২৮ দশমিক ১১ পয়েন্ট এবং সিএসআই ৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৯৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৫ দশমিক ১৯ পয়েন্টে, ১০ হাজার ৯৮৬ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১ হাজার ১৫৩ দশমিক ৭৩ পয়েন্টে।

এদিন সিএসইতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন প্রিমিয়ার ব্যাংক ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ৬১ লাখ টাকা, আমান কর্টন ৫০ লাখ টাকা, ইউনিক হোটেল ৪৭ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ৩৯ লাখ টাকা, বিকন ফার্মা ৩৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩০ লাখ টাকা, সি পার্ল বিচ ৩০ লাক টাকা, সিএলআইসিএল ২৭ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮টির বা ৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬.২০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬১.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ ইউনিক হোটেলের ৮.৫৬ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮.৪৯ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৭.৮০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.০৩ শতাংশ, আজিজ পাইপের ৪.৭৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৪১ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৩০ শতাংশ, রুপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৭৯ শতাংশ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ২.৪৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।