দেওয়ানগঞ্জ ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে মোর্শেদা বেগম (৪৫), নামে এক মহিলা ট্রেন কাটা পড়েছে।

গতকাল ভোর ৫:১০ মিনিটে ঢাকাগামী কমিউটার ট্রেন স্টেশন ত্যাগ করার সময় ঘটনাটি ঘটে। নিহত চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকার বজলুর রহমানের স্ত্রী। নিহতের ভাই জানান, মোর্শেদা দীর্ঘদিন থেকে ব্রেনের সমস্যায় ভুগছে। উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের উদ্দেশ্য রওনা দেন।

ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার সামনে পড়ে যায়। সাথে সাথেই শরীর থেকে মাথা আলাদা হয়ে মৃত্যুবরণ করে মোর্শেদা।

দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ.এস.আই মোহাম্মদ হোসেন, ট্রেনে কাটা পড়ে মোর্শেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আরও জানান জামালপুর রেলওয়ে থানার আওতায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

স্টেশন মাস্টার মো. আব্দুল বাতেন জানান, নিহতের মৃত্যুর বিষয়টির সঠিক তদন্ত শেষে, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিহতের লাশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪

দেওয়ানগঞ্জ ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)

জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে মোর্শেদা বেগম (৪৫), নামে এক মহিলা ট্রেন কাটা পড়েছে।

গতকাল ভোর ৫:১০ মিনিটে ঢাকাগামী কমিউটার ট্রেন স্টেশন ত্যাগ করার সময় ঘটনাটি ঘটে। নিহত চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকার বজলুর রহমানের স্ত্রী। নিহতের ভাই জানান, মোর্শেদা দীর্ঘদিন থেকে ব্রেনের সমস্যায় ভুগছে। উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের উদ্দেশ্য রওনা দেন।

ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার সামনে পড়ে যায়। সাথে সাথেই শরীর থেকে মাথা আলাদা হয়ে মৃত্যুবরণ করে মোর্শেদা।

দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ.এস.আই মোহাম্মদ হোসেন, ট্রেনে কাটা পড়ে মোর্শেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আরও জানান জামালপুর রেলওয়ে থানার আওতায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

স্টেশন মাস্টার মো. আব্দুল বাতেন জানান, নিহতের মৃত্যুর বিষয়টির সঠিক তদন্ত শেষে, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিহতের লাশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।