ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তীব্র যানজটে দুর্ভোগ চরমে

রমজানের প্রথম কর্মদিবসেই যানজটের কবলে পড়ে রাজধানী। ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে গতকাল সকাল থেকে সন্ধ্যা নাগাদ দেখা যায় তীব্র যানজট। এতে অফিসগামী ও অফিস ফেরত লোকজনকে যানজটের দুর্ভোগ পোহাতে হয়। রমজান মাস শুরু হওয়ার পর টানা তিন দিন সরকারি ছুটি ছিল। এ কারণে রমজানের প্রথম তিনদিন ঢাকায় যানজটের দেখা মেলেনি।

যানজটের কারণে অফিসগামী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়িতে আটকে থাকতে হয়। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও বেশি দেখা যায়। এদিন তুলনামূলকভাবে রাস্তায় গাড়ির চাপও বেশি ছিল। টানা তিনদিন ছুটির পর এদিন রাস্তায় লোকজনের চলাফেরাও বেশি দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিমানবন্দর সড়ক, বনানী, কুড়িল, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, খিলগাঁও, কারওয়ান বাজার, পান্থপথ, মালিবাগ, পল্টন, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট ছিল।

এদিন বিমানবন্দর থেকে মহাখালী এবং কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে সবচেয়ে বেশি যানজট দেখা গেছে। যানজট সামলাতে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হয়। যানজটের কারণে অনেকেই গাড়ি থেকে নেমে পায়ে হেটে কর্মস্থলে যান।

রাজধানীর বিমানবন্দর থেকে বনানী সড়কে দেখা যায়, বিমানবন্দর থেকে শেওড়া ওভার ব্রিজ পর্যন্ত যানচলাচল স্থবির। সড়কে ধীরগতিতে যানচলাচল করছে। বনানী থেকে ধীরগতিতে যানচলাচলের কারণে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

ডিএমপি বলছে, তিন দিনের ছুটি পর একসঙ্গে সবাই কর্মস্থলে ফেরায় যানজট হয়েছে। রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। অপেক্ষাকৃত এলাকাভিত্তিক বা অলিগলিতে রিকসার চলাচলও বেশি দেখা গেছে। রমজানে অফিস টাইম পরিবর্তন হওয়ায় রাস্তায় গাড়ির চাপ আরও বেড়েছে। এ কারণে পুরো ঢাকায় যানজট সৃষ্টি হয়।

সকাল আটটায় বারিধারা ডিওএইচএস থেকে মতিঝিলের দিকে রওয়ানা দেন আবদুল হক। তিনি গাড়ি নিয়ে বাসা থেকে প্রধান সড়কে পৌছেই যানজটের কবলে পরেন। আবদুল হক সংবাদকে বলেন, ‘বারিধারা থেকে আধা ঘণ্টায় কুড়িল বিশ^রোডে পৌঁছায়। গাড়ি এগোচ্ছিল না। এরপর রামপুরা পর্যন্ত পৌঁছাতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগে। সবমিলিয়ে মতিঝিলে পৌঁছাতে দুই ঘণ্টার মতো সময় লেগে যায়। অন্যদিকে এক ঘণ্টায় মতিঝিলে পৌঁছাতাম।’

তিনি বলেন, রমজানের প্রথম কর্মদিবসে যানজটের যে সমস্যা হতে পারে সেটি পুলিশের আগে থেকেই জানা উচিৎ ছিল। সেভাবে ব্যবস্থা নেয়া হলে মানুষের এতো ভোগান্তি হতো না।

ডিএমপির (ট্রাফিক) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তায় গাড়ির চাপ তুলনামূলক একটু বেশি। রমজানের কারণে অফিস টাইম একটু পরিবর্তন হয়েছে। তাছাড়া তিনদিনের ছুটি পর সরকারি কর্মদিবসে মানুষের চলাফেরা একটু বেশি থাকায় এ সমস্যা হয়েছে।

এখনও সব স্কুলে রমজানের ছুটি হয়নি উল্লেখ করে তিনি বলেন, অনেক স্কুল এখনও খোলা। একসঙ্গে সকাল ৮টা থেকে রাস্তায় মানুষ ও গাড়ি বের হয়। এ কারণে রাস্তায় চাপ বেড়ে গেছে।

ফার্মগেট থেকে কাওরান বাজার হয়ে শাহ্বাগ সড়কেও যানজট ছিল। সেখানে দায়িত্বরত এক ট্রাফিক পরিদর্শক জানান, বাংলামটর, সোনারগাঁ হোটেল মোড় ও হাতিরঝিলসহ আশপাশের সব রাস্তায় গাড়ির চাপ বেশি ছিল। তবে সন্ধ্যার পর পর যানজট অনেকটাই কমে আসে বলে ট্রাফিক পুলিশের একাধিক পরিদর্শক জানিয়েছেন।

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তীব্র যানজটে দুর্ভোগ চরমে

নিজস্ব বার্তা পরিবেশক

image

রাজধানীর প্রধান সড়কগুলোয় গতকাল তীব্র যানজটে যাত্রীরা দীর্ঘ সময় আটকে থাকে -সংবাদ

রমজানের প্রথম কর্মদিবসেই যানজটের কবলে পড়ে রাজধানী। ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে গতকাল সকাল থেকে সন্ধ্যা নাগাদ দেখা যায় তীব্র যানজট। এতে অফিসগামী ও অফিস ফেরত লোকজনকে যানজটের দুর্ভোগ পোহাতে হয়। রমজান মাস শুরু হওয়ার পর টানা তিন দিন সরকারি ছুটি ছিল। এ কারণে রমজানের প্রথম তিনদিন ঢাকায় যানজটের দেখা মেলেনি।

যানজটের কারণে অফিসগামী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়িতে আটকে থাকতে হয়। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও বেশি দেখা যায়। এদিন তুলনামূলকভাবে রাস্তায় গাড়ির চাপও বেশি ছিল। টানা তিনদিন ছুটির পর এদিন রাস্তায় লোকজনের চলাফেরাও বেশি দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিমানবন্দর সড়ক, বনানী, কুড়িল, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, খিলগাঁও, কারওয়ান বাজার, পান্থপথ, মালিবাগ, পল্টন, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট ছিল।

এদিন বিমানবন্দর থেকে মহাখালী এবং কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে সবচেয়ে বেশি যানজট দেখা গেছে। যানজট সামলাতে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হয়। যানজটের কারণে অনেকেই গাড়ি থেকে নেমে পায়ে হেটে কর্মস্থলে যান।

রাজধানীর বিমানবন্দর থেকে বনানী সড়কে দেখা যায়, বিমানবন্দর থেকে শেওড়া ওভার ব্রিজ পর্যন্ত যানচলাচল স্থবির। সড়কে ধীরগতিতে যানচলাচল করছে। বনানী থেকে ধীরগতিতে যানচলাচলের কারণে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

ডিএমপি বলছে, তিন দিনের ছুটি পর একসঙ্গে সবাই কর্মস্থলে ফেরায় যানজট হয়েছে। রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। অপেক্ষাকৃত এলাকাভিত্তিক বা অলিগলিতে রিকসার চলাচলও বেশি দেখা গেছে। রমজানে অফিস টাইম পরিবর্তন হওয়ায় রাস্তায় গাড়ির চাপ আরও বেড়েছে। এ কারণে পুরো ঢাকায় যানজট সৃষ্টি হয়।

সকাল আটটায় বারিধারা ডিওএইচএস থেকে মতিঝিলের দিকে রওয়ানা দেন আবদুল হক। তিনি গাড়ি নিয়ে বাসা থেকে প্রধান সড়কে পৌছেই যানজটের কবলে পরেন। আবদুল হক সংবাদকে বলেন, ‘বারিধারা থেকে আধা ঘণ্টায় কুড়িল বিশ^রোডে পৌঁছায়। গাড়ি এগোচ্ছিল না। এরপর রামপুরা পর্যন্ত পৌঁছাতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগে। সবমিলিয়ে মতিঝিলে পৌঁছাতে দুই ঘণ্টার মতো সময় লেগে যায়। অন্যদিকে এক ঘণ্টায় মতিঝিলে পৌঁছাতাম।’

তিনি বলেন, রমজানের প্রথম কর্মদিবসে যানজটের যে সমস্যা হতে পারে সেটি পুলিশের আগে থেকেই জানা উচিৎ ছিল। সেভাবে ব্যবস্থা নেয়া হলে মানুষের এতো ভোগান্তি হতো না।

ডিএমপির (ট্রাফিক) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তায় গাড়ির চাপ তুলনামূলক একটু বেশি। রমজানের কারণে অফিস টাইম একটু পরিবর্তন হয়েছে। তাছাড়া তিনদিনের ছুটি পর সরকারি কর্মদিবসে মানুষের চলাফেরা একটু বেশি থাকায় এ সমস্যা হয়েছে।

এখনও সব স্কুলে রমজানের ছুটি হয়নি উল্লেখ করে তিনি বলেন, অনেক স্কুল এখনও খোলা। একসঙ্গে সকাল ৮টা থেকে রাস্তায় মানুষ ও গাড়ি বের হয়। এ কারণে রাস্তায় চাপ বেড়ে গেছে।

ফার্মগেট থেকে কাওরান বাজার হয়ে শাহ্বাগ সড়কেও যানজট ছিল। সেখানে দায়িত্বরত এক ট্রাফিক পরিদর্শক জানান, বাংলামটর, সোনারগাঁ হোটেল মোড় ও হাতিরঝিলসহ আশপাশের সব রাস্তায় গাড়ির চাপ বেশি ছিল। তবে সন্ধ্যার পর পর যানজট অনেকটাই কমে আসে বলে ট্রাফিক পুলিশের একাধিক পরিদর্শক জানিয়েছেন।