এটুআই ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

সম্প্রতি গ্রামীণফোন এবং অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বিভিন্ন সরকারি সেবার পেমেন্ট ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ এর অন্তর্ভুক্ত হবে। যার ফলে, গ্রামীণফোন গ্রাহকরা তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে ৩২টি সরকারি সেবার বিল পরিশোধ করতে পারবেন।

এক্ষেত্রে, বিল পরিশোধে গ্রাহকদের ঢ়ৎড়ঃঃড়ুড়হ.মড়া.নফ পোর্টালের একপে পেমেন্ট গেটওয়েতে মোবাইল ব্যালেন্স নির্বাচন করতে হবে। মোবাইল নম্বর ও ওটিপি দেয়ার পর গ্রাহকের মোবাইল থেকে সার্ভিস ফি কেটে নেয়া হবে। এ সেবা ব্যবহারে প্রথমেই গ্রাহককে এনআইডি ভেরিফাই করার মাধ্যমে পোর্টালে প্রোফাইল তৈরি করতে হবে। এ উপলক্ষে গ্রামীণফোন ও এটুআই কর্মকর্তাদের উপস্থিতিতে এটুআই অফিসে একটি অনুষ্ঠানে তারা এ উদ্যোগ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, একপেতে সব ব্যাংক ও এমএফএস সেবা যুক্ত করা হয়েছে, যাতে ২৩টি ইউটিলিটি বিলসহ বিভিন্ন পাবলিক সেবার বিল পরিশোধে পিটুজি (পারসন টু গভর্নমেন্ট) পেমেন্ট নিশ্চিত করা যায়। সরকারি ইকোসিস্টেমে পিটুজি পেমেন্টের অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমরা মোবাইল অপারেটরদের সঙ্গে নিয়ে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সুবিধা চালু করেছি। গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, এ সেবার মাধ্যমে সবাই যেনো সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পায়, তা নিশ্চিতেই আমরা কাজ করছি। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪

এটুআই ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

image

সম্প্রতি গ্রামীণফোন এবং অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বিভিন্ন সরকারি সেবার পেমেন্ট ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ এর অন্তর্ভুক্ত হবে। যার ফলে, গ্রামীণফোন গ্রাহকরা তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে ৩২টি সরকারি সেবার বিল পরিশোধ করতে পারবেন।

এক্ষেত্রে, বিল পরিশোধে গ্রাহকদের ঢ়ৎড়ঃঃড়ুড়হ.মড়া.নফ পোর্টালের একপে পেমেন্ট গেটওয়েতে মোবাইল ব্যালেন্স নির্বাচন করতে হবে। মোবাইল নম্বর ও ওটিপি দেয়ার পর গ্রাহকের মোবাইল থেকে সার্ভিস ফি কেটে নেয়া হবে। এ সেবা ব্যবহারে প্রথমেই গ্রাহককে এনআইডি ভেরিফাই করার মাধ্যমে পোর্টালে প্রোফাইল তৈরি করতে হবে। এ উপলক্ষে গ্রামীণফোন ও এটুআই কর্মকর্তাদের উপস্থিতিতে এটুআই অফিসে একটি অনুষ্ঠানে তারা এ উদ্যোগ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, একপেতে সব ব্যাংক ও এমএফএস সেবা যুক্ত করা হয়েছে, যাতে ২৩টি ইউটিলিটি বিলসহ বিভিন্ন পাবলিক সেবার বিল পরিশোধে পিটুজি (পারসন টু গভর্নমেন্ট) পেমেন্ট নিশ্চিত করা যায়। সরকারি ইকোসিস্টেমে পিটুজি পেমেন্টের অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমরা মোবাইল অপারেটরদের সঙ্গে নিয়ে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সুবিধা চালু করেছি। গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, এ সেবার মাধ্যমে সবাই যেনো সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পায়, তা নিশ্চিতেই আমরা কাজ করছি। সংবাদ বিজ্ঞপ্তি।