আবারও গুম-খুনের সংস্কৃতি চালু করেছে সরকার

ফখরুল

সরকার আবারও হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকদের লেখালেখিতে সেন্সরশিপ চালু করেছে সরকার। তারা প্রকৃত ঘটনা লিখতে পারেন না।

গতকাল রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য হত্যা, গুম, খুন, মিথ্যে মামলা ও ভয়ের সংস্কৃতি চালু করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারা একটি ত্রাসের সংস্কৃতি চালু করেছে। এভাবেই তারা আজকে দেশকে শাসন করতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, নওগাঁয় এক নারীকে র‌্যাব তুলে নিয়ে গেছে।? তুলে নেয়ার ৩৬ ঘণ্টা পরে সে মারা গেছে। তার ডাক্তারি রিপোর্টে এসেছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ৩৬ ঘণ্টার মধ্যেও এফআইআর করা হয়নি। সেটা পরে করা হয়েছে। অর্থাৎ আবার র‌্যাবের হাতে সাধারণ একজন মানুষের মৃত্যু হলো।

দেশে চরম অশান্তি বিরাজ করছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ নিরাপদ বোধ করছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদি সরকার কেড়ে নিয়েছে।

সবাইকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অত্যাচারী-নির্যাতনকারী এই শাসকের অপসারণের জন্য আল্লাহতালার কাছে অবশ্যই দোয়া চাইতে হবে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। এছাড়া উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি আবদুল হাই শিকদার, রুহুল আমিন গাজী, এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, ডা. জাহিদ হোসেন, ডা. সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

আরও খবর
অন্তত এই রমজানে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী
বিমানে পাইলট নিয়োগে অনিয়ম, তদন্তের দাবিতে লিগ্যাল নোটিশ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নাট্যদিবস উদ্যাপন
গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ
নতুন শিক্ষাক্রমকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী রাজনীতিক ও নোটবই ব্যবসায়ীরা মাঠে নেমেছেন
বিএনপির কারণেই গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে
সুন্দরবনে পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিতে দেয়া হবে না
চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু হচ্ছে
কোমরে পিস্তল গুঁজা সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
রাজধানীতে সাততলা বস্তি ও সুইপার কলোনিতে আগুন

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪

আবারও গুম-খুনের সংস্কৃতি চালু করেছে সরকার

ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

সরকার আবারও হত্যা-গুম-খুনের সংস্কৃতি চালু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকদের লেখালেখিতে সেন্সরশিপ চালু করেছে সরকার। তারা প্রকৃত ঘটনা লিখতে পারেন না।

গতকাল রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য হত্যা, গুম, খুন, মিথ্যে মামলা ও ভয়ের সংস্কৃতি চালু করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারা একটি ত্রাসের সংস্কৃতি চালু করেছে। এভাবেই তারা আজকে দেশকে শাসন করতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, নওগাঁয় এক নারীকে র‌্যাব তুলে নিয়ে গেছে।? তুলে নেয়ার ৩৬ ঘণ্টা পরে সে মারা গেছে। তার ডাক্তারি রিপোর্টে এসেছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ৩৬ ঘণ্টার মধ্যেও এফআইআর করা হয়নি। সেটা পরে করা হয়েছে। অর্থাৎ আবার র‌্যাবের হাতে সাধারণ একজন মানুষের মৃত্যু হলো।

দেশে চরম অশান্তি বিরাজ করছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ নিরাপদ বোধ করছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদি সরকার কেড়ে নিয়েছে।

সবাইকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অত্যাচারী-নির্যাতনকারী এই শাসকের অপসারণের জন্য আল্লাহতালার কাছে অবশ্যই দোয়া চাইতে হবে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। এছাড়া উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি আবদুল হাই শিকদার, রুহুল আমিন গাজী, এমএ আজিজ, সৈয়দ আবদাল আহমদ, ডা. জাহিদ হোসেন, ডা. সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।