কোমরে পিস্তল গুঁজা সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি আপলোড দেয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। জনমনে আতঙ্ক, ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি গতকাল দুপুরে বোয়ালমারী থানায় নথিভুক্ত হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মুহাম্মদ বাবুল হোসেন বাদী হয়ে শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। গতকাল দুপুরেই আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়। জানা যায়, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ফেইসবুকে ছবি ছাড়ার পরপরই এলাকায় হৈচৈ পড়ে যায়। কিছুক্ষণ পরই ভুল বুঝতে পেরে নিজের ফেইসবুক ওয়াল থেকে পোস্টসহ ছবিটি তুলে নেন তিনি। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামার গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ফেইসবুকে ছবি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ছাড়া ঠিক হয়নি। যদি সংগঠন পরিপন্থি কোন কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী স্টাইলে নিজের দেহের ডান পাশে কোমরে অস্ত্র গুঁজে মোবাইলে ছবি তুলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে মামলা করা হয়েছে।

গতকাল মামলা রেকর্ড হওয়ার পরই তাকে আদালতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪

কোমরে পিস্তল গুঁজা সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি আপলোড দেয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। জনমনে আতঙ্ক, ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি গতকাল দুপুরে বোয়ালমারী থানায় নথিভুক্ত হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মুহাম্মদ বাবুল হোসেন বাদী হয়ে শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। গতকাল দুপুরেই আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়। জানা যায়, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ফেইসবুকে ছবি ছাড়ার পরপরই এলাকায় হৈচৈ পড়ে যায়। কিছুক্ষণ পরই ভুল বুঝতে পেরে নিজের ফেইসবুক ওয়াল থেকে পোস্টসহ ছবিটি তুলে নেন তিনি। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামার গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ফেইসবুকে ছবি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ছাড়া ঠিক হয়নি। যদি সংগঠন পরিপন্থি কোন কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী স্টাইলে নিজের দেহের ডান পাশে কোমরে অস্ত্র গুঁজে মোবাইলে ছবি তুলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক ও ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্য সংঘটনসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে মামলা করা হয়েছে।

গতকাল মামলা রেকর্ড হওয়ার পরই তাকে আদালতে পাঠানো হয়েছে।