রাজধানীতে সাততলা বস্তি ও সুইপার কলোনিতে আগুন

পুড়লো ১৫০ ঘর, দগ্ধ ৭ জন

এবার রাজধানীর কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনিতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শেষ রাত সোয়া ৩টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের সংলগ্ন ওই কলোনিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাতজন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে কলোনির ২০টি টিনশেড ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে, গতকাল ভোরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সুইপার কলোনিতে অগ্নিকান্ডে দগ্ধরা হলেন, রাজু বসাক (৩৬), তার মা কান্তা রানী (৬০), স্ত্রী শান্তি রানী দাস (২৭), দুই ছেলে কৃষ্ণ দাস (৭) ও লক্ষ্মণ দাস (৩)। আর তাদের প্রতিবেশী গীতা রানী দে (৬৫) ও আফজাল (৫২)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাজুর ১০ শতাংশ, কান্তার ১০, গীতার ১ এবং আফজালের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ রাজুর ভাতিজা হেরাম শেট্টি শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরের দিকে আগুন লাগার পর তারা দগ্ধ হন। তিনি জানান, কিছুদিন আগে কলোনির ঘরগুলোর মাটির নিচে ওয়াসা তাদের লাইন মেরামতের কাজ করে। এরপর থেকে রাজুর ঘরে নিচ থেকে গ্যাস বের হতো। গ্যাসের প্রচুর গন্ধ বের হতো। সেই গ্যাস থেকেই আগুন লেগেছে বলে ধারণা তার। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া, এই ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ৩ জনের মধ্যে কৃষ্ণর ৭ শতাংশ, শান্তির ১০ ও লক্ষ্মণের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে সাড়ে ৪টায়। আর সকাল পৌনে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। তিনি আরও বলেন, টিনশেড সুইপার কলোনির পাশেই পাঁচতলা ভবনের আধুনিক সুইপার কলোনি রয়েছে। ওই ভবনের দ্বিতীয় তলায় হোমিওপ্যাথিক গোডাউন ছিল। সেখানেও আগুন লাগে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান রাকিবুল হাসান।

এদিকে, গতকাল ভোরে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকান্ডে ১৫০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে, হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করার পর জানা যাবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার কথা রয়েছে। অগ্নিকান্ডের বিষয়ে ইব্রাহিম মোল্লা নামে এক বাসিন্দা বলছেন, হঠাৎ করেই বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। কেউ কিছু নিয়ে বের হতে পারেনি। ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করলেও টিন, বাঁশ ও কাঠের তৈরি শতাধিক ঘর পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, অগ্নিকান্ডের ঘটনা জানার পর মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারক করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে ৫ হাজার টাকা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। এছাড়া অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দিয়েছেন মেয়র।

image

রাজধানীর জয়কালী মন্দিরের পাশে আগুনে ছাই হয়ে গেছে সুইপার কলোনি, কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্তরা -সংবাদ

আরও খবর
অন্তত এই রমজানে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী
বিমানে পাইলট নিয়োগে অনিয়ম, তদন্তের দাবিতে লিগ্যাল নোটিশ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নাট্যদিবস উদ্যাপন
গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ
নতুন শিক্ষাক্রমকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী রাজনীতিক ও নোটবই ব্যবসায়ীরা মাঠে নেমেছেন
বিএনপির কারণেই গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে
আবারও গুম-খুনের সংস্কৃতি চালু করেছে সরকার
সুন্দরবনে পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিতে দেয়া হবে না
চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু হচ্ছে
কোমরে পিস্তল গুঁজা সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪

রাজধানীতে সাততলা বস্তি ও সুইপার কলোনিতে আগুন

পুড়লো ১৫০ ঘর, দগ্ধ ৭ জন

নিজস্ব বার্তা পরিবেশক

image

রাজধানীর জয়কালী মন্দিরের পাশে আগুনে ছাই হয়ে গেছে সুইপার কলোনি, কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্তরা -সংবাদ

এবার রাজধানীর কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে সুইপার কলোনিতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শেষ রাত সোয়া ৩টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের সংলগ্ন ওই কলোনিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাতজন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে কলোনির ২০টি টিনশেড ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে, গতকাল ভোরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সুইপার কলোনিতে অগ্নিকান্ডে দগ্ধরা হলেন, রাজু বসাক (৩৬), তার মা কান্তা রানী (৬০), স্ত্রী শান্তি রানী দাস (২৭), দুই ছেলে কৃষ্ণ দাস (৭) ও লক্ষ্মণ দাস (৩)। আর তাদের প্রতিবেশী গীতা রানী দে (৬৫) ও আফজাল (৫২)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাজুর ১০ শতাংশ, কান্তার ১০, গীতার ১ এবং আফজালের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ রাজুর ভাতিজা হেরাম শেট্টি শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরের দিকে আগুন লাগার পর তারা দগ্ধ হন। তিনি জানান, কিছুদিন আগে কলোনির ঘরগুলোর মাটির নিচে ওয়াসা তাদের লাইন মেরামতের কাজ করে। এরপর থেকে রাজুর ঘরে নিচ থেকে গ্যাস বের হতো। গ্যাসের প্রচুর গন্ধ বের হতো। সেই গ্যাস থেকেই আগুন লেগেছে বলে ধারণা তার। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া, এই ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ৩ জনের মধ্যে কৃষ্ণর ৭ শতাংশ, শান্তির ১০ ও লক্ষ্মণের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে সাড়ে ৪টায়। আর সকাল পৌনে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। তিনি আরও বলেন, টিনশেড সুইপার কলোনির পাশেই পাঁচতলা ভবনের আধুনিক সুইপার কলোনি রয়েছে। ওই ভবনের দ্বিতীয় তলায় হোমিওপ্যাথিক গোডাউন ছিল। সেখানেও আগুন লাগে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান রাকিবুল হাসান।

এদিকে, গতকাল ভোরে মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকান্ডে ১৫০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে, হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করার পর জানা যাবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার কথা রয়েছে। অগ্নিকান্ডের বিষয়ে ইব্রাহিম মোল্লা নামে এক বাসিন্দা বলছেন, হঠাৎ করেই বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। কেউ কিছু নিয়ে বের হতে পারেনি। ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করলেও টিন, বাঁশ ও কাঠের তৈরি শতাধিক ঘর পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, অগ্নিকান্ডের ঘটনা জানার পর মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারক করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে ৫ হাজার টাকা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। এছাড়া অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দিয়েছেন মেয়র।