সেশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অর্ধেক চাওয়া পূর্ণ হয়েছে। আজ জিতলে শিষ্যদের উপর শতভাগ খুশি হবেন তিনি। তাইতো পূর্ব আফ্রিকার দেশটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে গতকাল সিলেটে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ শিষ্যদের বার্তা দিলেন, ‘লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এখনও। শেষ ম্যাচটি জিতলেই হবে আমার লক্ষ্য পূরণ।’ সিলেট জেলা স্টেডিয়ামে বেলা পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ জিতলে ঘুচবে তিন বছরের আক্ষেপের অবসান। সবশেষ ২০১৯ সালে ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ওই দুটি প্রীতি ম্যাচে ২-০ ও ৪-১ গোলে জিতেছিল লাল সবুজের দল। টানা দুই ম্যাচ জিতে জুনে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের ঝালাইয়ের পাশাপাশি আত্মবিশ্বাস সঞ্চয়ের সুযোগও পাবেন জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে কোচের কথা, ‘সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে যে বিষয়গুলো ভুল ছিল, সেগুলো ঠিক করার চেষ্টা করছি। প্রথম জয়ে ইতিবাচক এবং সুখানুভূতি রয়েছে ঠিকই, কিন্তু আমাদের যে লক্ষ্য তা পুরোপুরি অর্জিত হয়নি।’ অতীতের কথা মনে করে স্প্যানিশ কোচ বলেন, ‘গত বছর সেপ্টেম্বরে আমরা প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জিতলাম। কিন্তু দ্বিতীয়টিতে হেরে গেলাম। একই ভুল করতে চাই না এবং সবাই এ বিষয়ে সতর্ক। সবাই জানে আগের ম্যাচের মতো এ ম্যাচে আমাদের ভুগতে হবে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে সবার মধ্যে।’ অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা, ‘আমরা শেষ ৪৮ ঘণ্টা রিকভারি করেছি। যারা বেশি খেলেছে, তারা রিকভারি বেশি করেছে। আগামীকালের (মঙ্গলবার) ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। লম্বা সময় পর টানা দুটি ম্যাচ জেতার সুযোগ রয়েছে আমাদের সামনে। তাই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪
ক্রীড়া বার্তা পরিবেশক
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
সেশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অর্ধেক চাওয়া পূর্ণ হয়েছে। আজ জিতলে শিষ্যদের উপর শতভাগ খুশি হবেন তিনি। তাইতো পূর্ব আফ্রিকার দেশটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে গতকাল সিলেটে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ শিষ্যদের বার্তা দিলেন, ‘লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এখনও। শেষ ম্যাচটি জিতলেই হবে আমার লক্ষ্য পূরণ।’ সিলেট জেলা স্টেডিয়ামে বেলা পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচ জিতলে ঘুচবে তিন বছরের আক্ষেপের অবসান। সবশেষ ২০১৯ সালে ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ওই দুটি প্রীতি ম্যাচে ২-০ ও ৪-১ গোলে জিতেছিল লাল সবুজের দল। টানা দুই ম্যাচ জিতে জুনে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের ঝালাইয়ের পাশাপাশি আত্মবিশ্বাস সঞ্চয়ের সুযোগও পাবেন জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে কোচের কথা, ‘সেশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে যে বিষয়গুলো ভুল ছিল, সেগুলো ঠিক করার চেষ্টা করছি। প্রথম জয়ে ইতিবাচক এবং সুখানুভূতি রয়েছে ঠিকই, কিন্তু আমাদের যে লক্ষ্য তা পুরোপুরি অর্জিত হয়নি।’ অতীতের কথা মনে করে স্প্যানিশ কোচ বলেন, ‘গত বছর সেপ্টেম্বরে আমরা প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জিতলাম। কিন্তু দ্বিতীয়টিতে হেরে গেলাম। একই ভুল করতে চাই না এবং সবাই এ বিষয়ে সতর্ক। সবাই জানে আগের ম্যাচের মতো এ ম্যাচে আমাদের ভুগতে হবে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে সবার মধ্যে।’ অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা, ‘আমরা শেষ ৪৮ ঘণ্টা রিকভারি করেছি। যারা বেশি খেলেছে, তারা রিকভারি বেশি করেছে। আগামীকালের (মঙ্গলবার) ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। লম্বা সময় পর টানা দুটি ম্যাচ জেতার সুযোগ রয়েছে আমাদের সামনে। তাই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’