উল্লাপাড়ায় শিক্ষকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করনসহ ৭ দফা দাবীতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের হাতে এই স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির উল্লাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি কয়ড়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. জাবেদ আলী, সাধারণ সম্পাদক বন্যাকান্দি আলীম মাদ্রাসার সহকারি শিক্ষক মো. মাসুদ রানা। শিক্ষক সমিতির দাবি সমুহের মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করন, চাকুরীকাল ১৬ বছর পূর্তিতে সবাই প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান, ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান, শতভাগ উৎসব ভাতা প্রদান, জেনারেল শিক্ষকদের জন্য মাদ্রাসার প্রশাসনিক পদ অবমুক্ত করণ, ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুকরণ।

শনিবার, ১৩ মে ২০২৩ , ৩০ বৈশাখ ১৪৩০, ২২ ‍শাওয়াল ১৪৪৪

উল্লাপাড়ায় শিক্ষকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করনসহ ৭ দফা দাবীতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের হাতে এই স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির উল্লাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি কয়ড়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. জাবেদ আলী, সাধারণ সম্পাদক বন্যাকান্দি আলীম মাদ্রাসার সহকারি শিক্ষক মো. মাসুদ রানা। শিক্ষক সমিতির দাবি সমুহের মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করন, চাকুরীকাল ১৬ বছর পূর্তিতে সবাই প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান, ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান, শতভাগ উৎসব ভাতা প্রদান, জেনারেল শিক্ষকদের জন্য মাদ্রাসার প্রশাসনিক পদ অবমুক্ত করণ, ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুকরণ।