নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিলেন জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনকে রিটার্নিং অফিসারের দেয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জায়েদা খাতুন ওই জবাব পৌঁছে দেন। নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।

জবাবে জায়েদা খাতুন বলেন, আচরণবিধি লঙ্ঘনের নোটিশপ্রাপ্ত হয়ে অবগত হয়েছি যে, আমার নির্বাচনী প্রচারণায় প্রকাশিত ছবি, পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে আমার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি, আমার ছবির সঙ্গে একত্রে ব্যবহার করা হয়েছে। উক্ত বিষয়ে আমি অত্র কারণদর্শানোর নোটিশপ্রাপ্তির পূর্ব পর্যন্ত অবগত ছিলাম না। প্রকৃত পক্ষে আমার নির্বাচনী পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল প্রিন্টিং কারখানায় ছাপানো হচ্ছে। ইতোমধ্যে আমার অজ্ঞাতসারে অতি উৎসাহী কোন ব্যক্তি, শুভকাঙ্খী অথবা স্বার্থান্বেষী কেউ না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় আমার পোস্টার হ্যান্ডবিল, লিফলেটে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি সংযুক্ত করে বিভিন্ন স্থানে প্রদর্শন করেছেন। তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাই তারা যেন উক্ত ছবি, পোস্টার, হ্যান্ডবিল দ্রুত সরিয়ে ফেলেন।

লিখিত জবাবে তিনি আরও বলেন, উল্লিখিত বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমি আরও সতর্ক থেকে সব নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। একই সঙ্গে আমি আরও ইচ্ছা প্রকাশ করছি যে, আমার নির্বাচনী প্রচারণায় যদি কেউ আমার অজান্তে নির্বাচন আচরণবিধি অমান্য করে কোন প্রকার প্রচার, প্রচারণা চালায় কিংবা প্রদর্শন করে তাহলে আপনারা (নির্বাচন কর্তৃপক্ষ) আমাকে অনুগ্রহ পূর্বক অবগত করলে সঙ্গে সঙ্গে আমি প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করব এবং চিরকৃতজ্ঞ থাকিব।

শনিবার, ১৩ মে ২০২৩ , ৩০ বৈশাখ ১৪৩০, ২২ ‍শাওয়াল ১৪৪৪

নগর নির্বাচন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিলেন জায়েদা খাতুন

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনকে রিটার্নিং অফিসারের দেয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন। গতকাল বিকেল ৫টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জায়েদা খাতুন ওই জবাব পৌঁছে দেন। নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।

জবাবে জায়েদা খাতুন বলেন, আচরণবিধি লঙ্ঘনের নোটিশপ্রাপ্ত হয়ে অবগত হয়েছি যে, আমার নির্বাচনী প্রচারণায় প্রকাশিত ছবি, পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে আমার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি, আমার ছবির সঙ্গে একত্রে ব্যবহার করা হয়েছে। উক্ত বিষয়ে আমি অত্র কারণদর্শানোর নোটিশপ্রাপ্তির পূর্ব পর্যন্ত অবগত ছিলাম না। প্রকৃত পক্ষে আমার নির্বাচনী পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল প্রিন্টিং কারখানায় ছাপানো হচ্ছে। ইতোমধ্যে আমার অজ্ঞাতসারে অতি উৎসাহী কোন ব্যক্তি, শুভকাঙ্খী অথবা স্বার্থান্বেষী কেউ না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় আমার পোস্টার হ্যান্ডবিল, লিফলেটে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি সংযুক্ত করে বিভিন্ন স্থানে প্রদর্শন করেছেন। তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাই তারা যেন উক্ত ছবি, পোস্টার, হ্যান্ডবিল দ্রুত সরিয়ে ফেলেন।

লিখিত জবাবে তিনি আরও বলেন, উল্লিখিত বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমি আরও সতর্ক থেকে সব নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। একই সঙ্গে আমি আরও ইচ্ছা প্রকাশ করছি যে, আমার নির্বাচনী প্রচারণায় যদি কেউ আমার অজান্তে নির্বাচন আচরণবিধি অমান্য করে কোন প্রকার প্রচার, প্রচারণা চালায় কিংবা প্রদর্শন করে তাহলে আপনারা (নির্বাচন কর্তৃপক্ষ) আমাকে অনুগ্রহ পূর্বক অবগত করলে সঙ্গে সঙ্গে আমি প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করব এবং চিরকৃতজ্ঞ থাকিব।