জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য উদ্যাপন

গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণজয়ন্তী-২০২৩’ বর্ণাঢ্যভাবে উদ্যাপিত হয়। অতিথিরা বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সরকারের অতিরিক্ত সচিব করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে সিরডাপ মিলনায়তন, চামেলী হাউজ, ১৭ তোপখানা রোড, ঢাকায় সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ এ সভায় আলোচনা করেন। জীবন বীমা করপোরেশনের দীর্ঘ পথচলার ভিডিও প্রদর্শনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আলোচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী, জেবিসি পরিচালনা বোর্ডের চেয়াম্যান জনাব মো. আসাদুল ইসলাম, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান ড. সোহরাব হোসেন, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান এবিএম আবদুল হান্নান, করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর পারভিন সিদ্দিকা।

সোমবার, ১৫ মে ২০২৩ , ০১ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৪ শাওয়াল ১৪৪৪

জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য উদ্যাপন

image

গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণজয়ন্তী-২০২৩’ বর্ণাঢ্যভাবে উদ্যাপিত হয়। অতিথিরা বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সরকারের অতিরিক্ত সচিব করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে সিরডাপ মিলনায়তন, চামেলী হাউজ, ১৭ তোপখানা রোড, ঢাকায় সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ এ সভায় আলোচনা করেন। জীবন বীমা করপোরেশনের দীর্ঘ পথচলার ভিডিও প্রদর্শনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আলোচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী, জেবিসি পরিচালনা বোর্ডের চেয়াম্যান জনাব মো. আসাদুল ইসলাম, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান ড. সোহরাব হোসেন, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়াম্যান এবিএম আবদুল হান্নান, করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর পারভিন সিদ্দিকা।