শেষ হলো স্যানগ ৩৯ ও বিডিনগ ১৬ সম্মেলন উদ্বোধন হলো আইএসপিএবি ল্যাব

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) আয়োজনে ৯ মে থেকে ঢাকায় শুরু হওয়া সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (স্যানগ) ৩৯তম ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (বিডিনগ) ১৬তম সম্মেলন গত ১৩ মে শেষ হয়েছে। ৯ মে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সম্মেলন। এরপর ১০-১৩ মে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে চার দিনের প্রশিক্ষণ কর্মশালা।

আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ-বিদেশের প্রায় ১৩০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক আব্দুর রহিম খান। আইএসপিএবি সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁঞা। সমাপনী অনুষ্ঠানে একই সঙ্গে উদ্বোধন করা হয় আইএসপিএবি ল্যাব। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তার বক্তব্যে বলেন, আমাদের ১৭ কোটি মানুষ আমাদের জন্য বিরাট সম্পদ। জনশক্তির একটা বড় অংশ বহির্দেশ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা পাঠায়, কিন্তু তাদের মধ্যে বেশির ভাগই দক্ষতার অভাবে স্বল্প বেতনে কাজ করেন। এজন্যই আমাদের দক্ষ জনবল দরকার এবং এই ধরনের সম্মেলন ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ জনবল তৈরি করতে পারি। তিনি আরো বলেন আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনো অনেক কম। যেখানে ইউরোপ আমেরিকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৬ শতাংশ, সেখানে আমাদের দেশে মাত্র ২৬ শতাংশ। এখানে অনেক উন্নতি করার অবকাশ রয়েছে বলে তিনি মনে করেন।

আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক তার বক্তব্যে বলেন, গত ছয় মাসের মধ্যে বিডিআইএক্স এবং আইএসপিএবির ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) প্রায় ৯০ জিবিপিএস ট্রাফিক ট্রান্সমিট করছে। অচিরেই আইএসপিএবি-নিক্স এক নম্বর হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে চিটাগাং এবং খুলনায় নিক্সের নতুন পপ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে শীঘ্রই প্রতিটি বিভাগীয় শহরে একটি করে নিক্স পপ স্থাপন করা সম্ভব হবে বলে তিনি জানান। বিভাগীয় শহরগুলোতে পপ স্থাপন হলে অপারেটররা কম খরচে এবং সাশ্রয়ী মূল্যে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পাবে। তিনি বলেন, আমরা চাচ্ছি আমাদের ক্যাশ সার্ভারগুলো নিক্সের সঙ্গে সংযুক্ত থাকবে, তাহলে সাইবার নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং এই নিরাপত্তা নিয়ে সরকারের আর কোন সংশয় থাকবে না। ফলে দেশের তথ্য দেশেই থাকবে, দেশের টাকা দেশেই থাকবে, ব্যবসায়ীরাও লাভবান হবেন।

প্রশিক্ষণ কর্মশালায় ‘বিজিপি অ্যান্ড আইপিভিসিক্স ডেপলয়মেন্ট’, ‘নেটওয়ার্ক সিকিউরিটি’ এবং ‘নেটওয়ার্ক অটোমেশন’ এই তিনটি ট্র্যাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে গত ৯ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার, ১৬ মে ২০২৩ , ০২ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৫ শাওয়াল ১৪৪৪

শেষ হলো স্যানগ ৩৯ ও বিডিনগ ১৬ সম্মেলন উদ্বোধন হলো আইএসপিএবি ল্যাব

মোহাম্মদ কাওছার উদ্দীন

image

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) আয়োজনে ৯ মে থেকে ঢাকায় শুরু হওয়া সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (স্যানগ) ৩৯তম ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (বিডিনগ) ১৬তম সম্মেলন গত ১৩ মে শেষ হয়েছে। ৯ মে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সম্মেলন। এরপর ১০-১৩ মে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে চার দিনের প্রশিক্ষণ কর্মশালা।

আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ-বিদেশের প্রায় ১৩০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক আব্দুর রহিম খান। আইএসপিএবি সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁঞা। সমাপনী অনুষ্ঠানে একই সঙ্গে উদ্বোধন করা হয় আইএসপিএবি ল্যাব। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তার বক্তব্যে বলেন, আমাদের ১৭ কোটি মানুষ আমাদের জন্য বিরাট সম্পদ। জনশক্তির একটা বড় অংশ বহির্দেশ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা পাঠায়, কিন্তু তাদের মধ্যে বেশির ভাগই দক্ষতার অভাবে স্বল্প বেতনে কাজ করেন। এজন্যই আমাদের দক্ষ জনবল দরকার এবং এই ধরনের সম্মেলন ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ জনবল তৈরি করতে পারি। তিনি আরো বলেন আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনো অনেক কম। যেখানে ইউরোপ আমেরিকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৬ শতাংশ, সেখানে আমাদের দেশে মাত্র ২৬ শতাংশ। এখানে অনেক উন্নতি করার অবকাশ রয়েছে বলে তিনি মনে করেন।

আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক তার বক্তব্যে বলেন, গত ছয় মাসের মধ্যে বিডিআইএক্স এবং আইএসপিএবির ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) প্রায় ৯০ জিবিপিএস ট্রাফিক ট্রান্সমিট করছে। অচিরেই আইএসপিএবি-নিক্স এক নম্বর হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে চিটাগাং এবং খুলনায় নিক্সের নতুন পপ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে শীঘ্রই প্রতিটি বিভাগীয় শহরে একটি করে নিক্স পপ স্থাপন করা সম্ভব হবে বলে তিনি জানান। বিভাগীয় শহরগুলোতে পপ স্থাপন হলে অপারেটররা কম খরচে এবং সাশ্রয়ী মূল্যে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পাবে। তিনি বলেন, আমরা চাচ্ছি আমাদের ক্যাশ সার্ভারগুলো নিক্সের সঙ্গে সংযুক্ত থাকবে, তাহলে সাইবার নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং এই নিরাপত্তা নিয়ে সরকারের আর কোন সংশয় থাকবে না। ফলে দেশের তথ্য দেশেই থাকবে, দেশের টাকা দেশেই থাকবে, ব্যবসায়ীরাও লাভবান হবেন।

প্রশিক্ষণ কর্মশালায় ‘বিজিপি অ্যান্ড আইপিভিসিক্স ডেপলয়মেন্ট’, ‘নেটওয়ার্ক সিকিউরিটি’ এবং ‘নেটওয়ার্ক অটোমেশন’ এই তিনটি ট্র্যাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে গত ৯ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।