মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধে নগদ রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ডিজিটাল ব্যবস্থায় টোল দেয়ার প্রক্রিয়াকে উৎসাহ দিতে ‘নগদ’-এর মাধ্যমে আরএফআইডি রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফ্লাইওভার কর্তৃপক্ষ দেশের দীর্ঘতম উড়াল সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল দেয়ার প্রক্রিয়া চালু করে। এক্ষেত্রে গ্রাহককে আগে থেকে নিবন্ধন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্টেই নগদের মাধ্যমে আরএফআইডি রিচার্জ করে ফ্লাইওভার ব্যবহারের সময় না থেমেই ফ্লাইওভার পার হওয়া যাবে। তবে ফ্লাইওভার পার হওয়ার সময় টোল প্লাজায় যানবাহনটিকে (মোটর সাইকেল ব্যতিত) অটো-লেন ব্যবহার করতে হবে। টোলপ্লাজা পার হওয়ার সময় নিবন্ধিত যানবাহনের গায়ে লাগানো বিশেষায়িত স্টিকার স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে টোল পরিশোধিত হবে। সুবিধাটি নিতে স্টিকারযুক্ত যানবাহনকে ফ্লাইওভার থেকে নামার সময় অটো লেন বা ‘টি’ চিহ্নিত লেন ব্যবহার করতে হবে। যেখানে গাড়ি প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে বুম-বার খুলে যাবে। ফলে টোল প্রদানের জন্য ফ্লাইওভারের বের হওয়ার পথে চালকদের আর অপেক্ষা করতে হবে না। সেবাটি পেতে অ্যাকাউন্ট খোলার জন্যে গ্রাহককে ফ্লাইওভারের ওয়েবসাইট (https://mmhf.com.bd/) ব্যবহার করতে হবে। রেজিস্টার্ড গ্রাহকরা নগদ ই-কম-এর মাধ্যমে আরএফআইডি রিচার্জ করলে তাৎক্ষণিক ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাকের পরিমাণ হবে সর্বোচ্চ ১০০ টাকা। ক্যাম্পেইনটি ৩১ মে ২০২৩ পর্যন্ত চলবে। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ , ০৪ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৭ শাওয়াল ১৪৪৪

মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধে নগদ রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক

image

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ডিজিটাল ব্যবস্থায় টোল দেয়ার প্রক্রিয়াকে উৎসাহ দিতে ‘নগদ’-এর মাধ্যমে আরএফআইডি রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফ্লাইওভার কর্তৃপক্ষ দেশের দীর্ঘতম উড়াল সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল দেয়ার প্রক্রিয়া চালু করে। এক্ষেত্রে গ্রাহককে আগে থেকে নিবন্ধন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্টেই নগদের মাধ্যমে আরএফআইডি রিচার্জ করে ফ্লাইওভার ব্যবহারের সময় না থেমেই ফ্লাইওভার পার হওয়া যাবে। তবে ফ্লাইওভার পার হওয়ার সময় টোল প্লাজায় যানবাহনটিকে (মোটর সাইকেল ব্যতিত) অটো-লেন ব্যবহার করতে হবে। টোলপ্লাজা পার হওয়ার সময় নিবন্ধিত যানবাহনের গায়ে লাগানো বিশেষায়িত স্টিকার স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে টোল পরিশোধিত হবে। সুবিধাটি নিতে স্টিকারযুক্ত যানবাহনকে ফ্লাইওভার থেকে নামার সময় অটো লেন বা ‘টি’ চিহ্নিত লেন ব্যবহার করতে হবে। যেখানে গাড়ি প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে বুম-বার খুলে যাবে। ফলে টোল প্রদানের জন্য ফ্লাইওভারের বের হওয়ার পথে চালকদের আর অপেক্ষা করতে হবে না। সেবাটি পেতে অ্যাকাউন্ট খোলার জন্যে গ্রাহককে ফ্লাইওভারের ওয়েবসাইট (https://mmhf.com.bd/) ব্যবহার করতে হবে। রেজিস্টার্ড গ্রাহকরা নগদ ই-কম-এর মাধ্যমে আরএফআইডি রিচার্জ করলে তাৎক্ষণিক ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাকের পরিমাণ হবে সর্বোচ্চ ১০০ টাকা। ক্যাম্পেইনটি ৩১ মে ২০২৩ পর্যন্ত চলবে। সংবাদ বিজ্ঞপ্তি।