অপোর ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আবেদন শুরু

অপো রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি ২০২৩ সালের ‘অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছেÑ কোয়ালকম টেকনোলজিস, জিএসএমএ ৫-জি ইন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং লিংকডইন। প্রতিযোগিতায়

‘ইন্সপাইরেশন ফর পিপল’ এবং ‘ইন্সপাইরেশন ফর দ্য প্ল্যানেট’ এই দুটি ক্যাটাগরিতে প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

আবেদনকৃত প্রস্তাবনাগুলোর ওপর ভিত্তি করে আগস্ট মাসের শুরুতে থাইল্যান্ডের ব্যাংকক, যুক্তরাষ্ট্রের বোস্টন ও চীনের শেনজেন এ তিনটি রিজিওনাল ডেমো প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। রিজিওনাল ইভেন্টের বিজয়ীরা আগস্ট মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতার আগে ইন্সপাইরেশন চ্যালেঞ্জ অ্যাক্সিলারেশন ক্যাম্পে অংশগ্রহণের পাশপাশি অপোর এক্সিকিউটিভ ও কারিগরি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নিজেদের প্রস্তাবনাগুলোও প্রয়োজনীয় পরিবর্তন করে নিতে পারবেন।

এ বছরের ‘অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ এর প্রস্তাবনাগুলো চারটি প্রধান মানদ-ের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। মানদ-গুলো হলোÑ সম্ভাব্যতা (ফিজিবিলিটি), প্রযুক্তিগত উদ্ভাবন, দীর্ঘমেয়াদি সম্ভাবনা এবং সামাজিক মূল্যায়ন। রিজিওনাল ডেমো ইভেন্টসমূহ থেকে ১৫টি প্রস্তাবনা গ্লোবাল ফাইনাল ডেমো ইভেন্টে অংশগ্রহণের জন্য মনোনীত হবে এবং শীর্ষ পাঁচটি বিজয়ী প্রস্তাবনার প্রতিটি অনুদান হিসেবে পাবে ৫০ হাজার মার্কিন ডলার করে।

অন্যদিকে প্রতিটি রিজিওনাল চ্যালেঞ্জের ১৫টি করে প্রস্তাবনা অর্থাৎ মোট ৪৫টি প্রস্তাবনা একে অন্যের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার সুযোগ পাবে। তাদের জন্য ১ লাখ ৯০ হাজার ডলার ইনকিউবেশন ফান্ড সহায়তার পাশাপাশি রয়েছে বৈশি^ক প্রযুক্তি ইভেন্টসমূহে অংশগ্রহণসহ অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে ক্লাউড রিসোর্স ও প্রযুক্তিগত সহায়তা। এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.oppo.com/en/proposal ওয়েবসাইট থেকে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১৯ মে ২০২৩ , ০৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৮ শাওয়াল ১৪৪৪

অপোর ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আবেদন শুরু

image

অপো রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি ২০২৩ সালের ‘অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছেÑ কোয়ালকম টেকনোলজিস, জিএসএমএ ৫-জি ইন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং লিংকডইন। প্রতিযোগিতায়

‘ইন্সপাইরেশন ফর পিপল’ এবং ‘ইন্সপাইরেশন ফর দ্য প্ল্যানেট’ এই দুটি ক্যাটাগরিতে প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

আবেদনকৃত প্রস্তাবনাগুলোর ওপর ভিত্তি করে আগস্ট মাসের শুরুতে থাইল্যান্ডের ব্যাংকক, যুক্তরাষ্ট্রের বোস্টন ও চীনের শেনজেন এ তিনটি রিজিওনাল ডেমো প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। রিজিওনাল ইভেন্টের বিজয়ীরা আগস্ট মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতার আগে ইন্সপাইরেশন চ্যালেঞ্জ অ্যাক্সিলারেশন ক্যাম্পে অংশগ্রহণের পাশপাশি অপোর এক্সিকিউটিভ ও কারিগরি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নিজেদের প্রস্তাবনাগুলোও প্রয়োজনীয় পরিবর্তন করে নিতে পারবেন।

এ বছরের ‘অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ এর প্রস্তাবনাগুলো চারটি প্রধান মানদ-ের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। মানদ-গুলো হলোÑ সম্ভাব্যতা (ফিজিবিলিটি), প্রযুক্তিগত উদ্ভাবন, দীর্ঘমেয়াদি সম্ভাবনা এবং সামাজিক মূল্যায়ন। রিজিওনাল ডেমো ইভেন্টসমূহ থেকে ১৫টি প্রস্তাবনা গ্লোবাল ফাইনাল ডেমো ইভেন্টে অংশগ্রহণের জন্য মনোনীত হবে এবং শীর্ষ পাঁচটি বিজয়ী প্রস্তাবনার প্রতিটি অনুদান হিসেবে পাবে ৫০ হাজার মার্কিন ডলার করে।

অন্যদিকে প্রতিটি রিজিওনাল চ্যালেঞ্জের ১৫টি করে প্রস্তাবনা অর্থাৎ মোট ৪৫টি প্রস্তাবনা একে অন্যের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার সুযোগ পাবে। তাদের জন্য ১ লাখ ৯০ হাজার ডলার ইনকিউবেশন ফান্ড সহায়তার পাশাপাশি রয়েছে বৈশি^ক প্রযুক্তি ইভেন্টসমূহে অংশগ্রহণসহ অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে ক্লাউড রিসোর্স ও প্রযুক্তিগত সহায়তা। এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.oppo.com/en/proposal ওয়েবসাইট থেকে। সংবাদ বিজ্ঞপ্তি।