বন্ধুকে জিম্মি করে হত্যা, আটক ৩

সাভারের আশুলিয়ায় টাকার লোভে বন্ধুরা জিম্মি করে ফারাবি আহমেদ হৃদয় (২১) নামের কলেজ পড়–য়া এক যুবককে হত্যা করেছে।এঘটনায় অপহরণের দশ দিন পর একটি পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশুলিয়া থানার মোজারমিলের শিববাড়ি মহল্লার স্টান হাউজিং এর একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় ওই যুুবকের মরদেহ উদ্ধার করে র‌্যাব। নিহত মো. হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ৮ মে জামগড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে।

গ্রেফতারকৃতদের একজন মানিকগঞ্জের সদর থানার পশ্চিম দাসপাড়া গ্রামের বাবুল হোসেনর ছেলে ময়েজ হোসেন পরান (২২)। তিনি আশুলিয়ার জামগড়ায় শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফার্নিচারের দোকানে কাজ করতেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপরজন হলেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের মো. তাহেলুল ইসলাসের ছেলে সুমন মিয়া বাপ্পী (২৫)। তিনি আশুলিয়া শ্রীপুরে দারোগ আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। তাকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। এছাড়া দুপুরে রাজধানীর মিরপুর থেকে আকাশ নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় পোশাক শ্রমিক।

র‌্যাব-৪ জানায়, নিহতের বন্ধু পরাণ গত ৮ মে সকাল ১০টার দিকে তার ভাড়া বাসায় হৃদয়কে ডেকে নিয়ে যায়।পরে তাকে জিম্মি করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে সেদিন দুপুরে হৃদয়কে শ^াসরোধ করে হত্যা করে পরাণসহ তার বন্ধুরা।পরে তাকে প্লাষ্টিকের একটি বস্তায় ভেতরে ভরে পুকুরে ফেলে দেয়। পরে দুই দিন পর আবার পুকুর পাড়ে গিয়ে দেখে বস্তাবন্দী অবস্থায় মরদেহ ভাসছিল। এরপরে কৌশলে ওই বস্তার ভেতর ১০/১২টি ইট দিয়ে আবার পুকুরে ডুবিয়ে দেয় তারা।

এ বিষয়ে র‌্যাব-৪ এর সিইও লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রহমান জানান, হৃদয় হত্যাকা-ে আসামিরা তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। অন্যদিকে ভিকটিমের পরিবার ছিল সমৃদ্ধশালী। তাই ধনসম্পদের লোভে পরিকল্পিতভাবে হৃদয়কে জিম্মি করে ৫০ লাখ মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে দুপুরে হৃদয়কে শ^াসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় বলে জানান তিনি।

মোটরসাইকেলের

ধাক্কায় নারী নিহত

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের মহিপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোসাঃ পমেলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতালা ইউনিয়নের মহিপুর গোরস্থানপাড়ার মোঃ জহিরুল ইসলামের স্ত্রী। সদর মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে সাড়ে ৭টার দিকে নিহত নারী রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক পালিয়ে গেলেও পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ২০ মে ২০২৩ , ০৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৯ শাওয়াল ১৪৪৪

বন্ধুকে জিম্মি করে হত্যা, আটক ৩

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় টাকার লোভে বন্ধুরা জিম্মি করে ফারাবি আহমেদ হৃদয় (২১) নামের কলেজ পড়–য়া এক যুবককে হত্যা করেছে।এঘটনায় অপহরণের দশ দিন পর একটি পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশুলিয়া থানার মোজারমিলের শিববাড়ি মহল্লার স্টান হাউজিং এর একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় ওই যুুবকের মরদেহ উদ্ধার করে র‌্যাব। নিহত মো. হৃদয় আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। গত ৮ মে জামগড়ার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে।

গ্রেফতারকৃতদের একজন মানিকগঞ্জের সদর থানার পশ্চিম দাসপাড়া গ্রামের বাবুল হোসেনর ছেলে ময়েজ হোসেন পরান (২২)। তিনি আশুলিয়ার জামগড়ায় শফিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফার্নিচারের দোকানে কাজ করতেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপরজন হলেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের মো. তাহেলুল ইসলাসের ছেলে সুমন মিয়া বাপ্পী (২৫)। তিনি আশুলিয়া শ্রীপুরে দারোগ আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। তাকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। এছাড়া দুপুরে রাজধানীর মিরপুর থেকে আকাশ নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় পোশাক শ্রমিক।

র‌্যাব-৪ জানায়, নিহতের বন্ধু পরাণ গত ৮ মে সকাল ১০টার দিকে তার ভাড়া বাসায় হৃদয়কে ডেকে নিয়ে যায়।পরে তাকে জিম্মি করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে সেদিন দুপুরে হৃদয়কে শ^াসরোধ করে হত্যা করে পরাণসহ তার বন্ধুরা।পরে তাকে প্লাষ্টিকের একটি বস্তায় ভেতরে ভরে পুকুরে ফেলে দেয়। পরে দুই দিন পর আবার পুকুর পাড়ে গিয়ে দেখে বস্তাবন্দী অবস্থায় মরদেহ ভাসছিল। এরপরে কৌশলে ওই বস্তার ভেতর ১০/১২টি ইট দিয়ে আবার পুকুরে ডুবিয়ে দেয় তারা।

এ বিষয়ে র‌্যাব-৪ এর সিইও লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রহমান জানান, হৃদয় হত্যাকা-ে আসামিরা তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। অন্যদিকে ভিকটিমের পরিবার ছিল সমৃদ্ধশালী। তাই ধনসম্পদের লোভে পরিকল্পিতভাবে হৃদয়কে জিম্মি করে ৫০ লাখ মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে দুপুরে হৃদয়কে শ^াসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় বলে জানান তিনি।

মোটরসাইকেলের

ধাক্কায় নারী নিহত

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের মহিপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোসাঃ পমেলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতালা ইউনিয়নের মহিপুর গোরস্থানপাড়ার মোঃ জহিরুল ইসলামের স্ত্রী। সদর মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে সাড়ে ৭টার দিকে নিহত নারী রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক পালিয়ে গেলেও পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।