৭ লাখ ভারতীয় জাল রুপিসহ মূলহোতা আটক

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল রূপীসহ মূলহোতা বশির উদ্দিন (৩৯) কে  আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকালে জেলা শহরের নেয়ামতনগর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় রুপিসহ প্রস্তুতে ব্যবহৃত ৮’শ গ্রাম গাম জব্দ করা হয়। আটককৃত বশির উদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-র‌্যাব ৫ ক্যাম্প প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের নিয়ামতনগর এলাকার একটি নির্জন বাড়িতে আটককৃত বশির উদ্দিন এ ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া সীমান্ত এলাকায় জালনোটের লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নেয়ামতনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতাকে ভারতীয় জাল রুপি ছাড়াও বাংলাদেশী ১২ হাজার ৬০ টাকা এবং তল্লাশি করে জালনোট তৈরীর সরঞ্জামসহ তাকে আটক করা হয়। আরো জানা যায়, আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেকে জালনোট ব্যবসার সাথে জড়িত। তার নামে পূর্বে এ সংক্রান্ত আরো ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া জিজ্ঞাসাবাদে তার সিন্ডিকেট চক্রের কিছু তথ্যও দেয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

শনিবার, ২০ মে ২০২৩ , ০৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৯ শাওয়াল ১৪৪৪

৭ লাখ ভারতীয় জাল রুপিসহ মূলহোতা আটক

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল রূপীসহ মূলহোতা বশির উদ্দিন (৩৯) কে  আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকালে জেলা শহরের নেয়ামতনগর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় রুপিসহ প্রস্তুতে ব্যবহৃত ৮’শ গ্রাম গাম জব্দ করা হয়। আটককৃত বশির উদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-র‌্যাব ৫ ক্যাম্প প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের নিয়ামতনগর এলাকার একটি নির্জন বাড়িতে আটককৃত বশির উদ্দিন এ ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া সীমান্ত এলাকায় জালনোটের লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নেয়ামতনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতাকে ভারতীয় জাল রুপি ছাড়াও বাংলাদেশী ১২ হাজার ৬০ টাকা এবং তল্লাশি করে জালনোট তৈরীর সরঞ্জামসহ তাকে আটক করা হয়। আরো জানা যায়, আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেকে জালনোট ব্যবসার সাথে জড়িত। তার নামে পূর্বে এ সংক্রান্ত আরো ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া জিজ্ঞাসাবাদে তার সিন্ডিকেট চক্রের কিছু তথ্যও দেয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।