গুরুদাসপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ভেড়া ও ভেড়া পালনের খামার তৈরির জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সমতল ভূমিতে বসবাসরত ৬৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে ২টি করে মোট ১৩০টি ভেড়া দেয়া হয়। এছাড়া ভেড়ার পালনের জন্য ৫টি করে প্লাস্টিকের তৈরি ফ্লোরমেথও দেয়া হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ভেড়া বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম ঝন্টু, নাটোর জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার গোলাম মোস্তফা, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ প্রমুখ।

শনিবার, ২০ মে ২০২৩ , ০৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৯ শাওয়াল ১৪৪৪

গুরুদাসপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ভেড়া ও ভেড়া পালনের খামার তৈরির জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সমতল ভূমিতে বসবাসরত ৬৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে ২টি করে মোট ১৩০টি ভেড়া দেয়া হয়। এছাড়া ভেড়ার পালনের জন্য ৫টি করে প্লাস্টিকের তৈরি ফ্লোরমেথও দেয়া হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ভেড়া বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম ঝন্টু, নাটোর জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার গোলাম মোস্তফা, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ প্রমুখ।