দলের কথা বললেও নিজের অবস্থান খোলসা করেননি সিলেটের মেয়র আরিফ, আজ সমাবেশ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এক সভায় এসে এই সরকারের অধীনে যে বিএনপি কোন নির্বাচনে যাচ্ছে না সেটি আবারও উল্লেখ করেছেন; তবে তিনি নিজে সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেবেন কি-না তা খোলাসা করেননি। আজ রেজিস্ট্রারি মাঠে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

আজ দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠে জনসভা করে দুইবারের মেয়র চলতি সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন কি-না সে ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। জনসভা নিয়ে আরিফের সমর্থকরা জোর প্রস্তুতিও নিচ্ছেন।

গতকাল দুপুরে ১০ দফা বাস্তবায়নে বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে বক্তব্য দেন মেয়র আরিফ। সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সময় শেষ। আওয়ামী লীগের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না। যতই বাধা আসুক না কেন ১০ দফা দাবি বাস্তবায়ন করে এই সরকারের পতন ঘটানো হবে।’

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের পঞ্চমবারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ মে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন রয়েছে প্রার্থীদের। বিএনপি নেতা আরিফ নির্বাচনে যাবেন কি যাবেন না- এ নিয়ে দোলাচলে রয়েছে দলের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও।

এই অবস্থার মধ্যে আরিফ লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন; ঢাকায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিলেটের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন।

কিন্তু নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি কখনই। ফলে আজকের সমাবেশে আরিফ কী ঘোষণা দেন এ নিয়ে চোখ রয়েছে নগরবাসীর।

শনিবার, ২০ মে ২০২৩ , ০৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৯ শাওয়াল ১৪৪৪

দলের কথা বললেও নিজের অবস্থান খোলসা করেননি সিলেটের মেয়র আরিফ, আজ সমাবেশ

প্রতিনিধি, সিলেট

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এক সভায় এসে এই সরকারের অধীনে যে বিএনপি কোন নির্বাচনে যাচ্ছে না সেটি আবারও উল্লেখ করেছেন; তবে তিনি নিজে সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেবেন কি-না তা খোলাসা করেননি। আজ রেজিস্ট্রারি মাঠে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

আজ দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠে জনসভা করে দুইবারের মেয়র চলতি সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন কি-না সে ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। জনসভা নিয়ে আরিফের সমর্থকরা জোর প্রস্তুতিও নিচ্ছেন।

গতকাল দুপুরে ১০ দফা বাস্তবায়নে বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে বক্তব্য দেন মেয়র আরিফ। সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ সমাবেশে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সময় শেষ। আওয়ামী লীগের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না। যতই বাধা আসুক না কেন ১০ দফা দাবি বাস্তবায়ন করে এই সরকারের পতন ঘটানো হবে।’

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের পঞ্চমবারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ মে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন রয়েছে প্রার্থীদের। বিএনপি নেতা আরিফ নির্বাচনে যাবেন কি যাবেন না- এ নিয়ে দোলাচলে রয়েছে দলের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও।

এই অবস্থার মধ্যে আরিফ লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন; ঢাকায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিলেটের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন।

কিন্তু নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি কখনই। ফলে আজকের সমাবেশে আরিফ কী ঘোষণা দেন এ নিয়ে চোখ রয়েছে নগরবাসীর।