করমুক্ত আয়সীমা বেড়ে সাড়ে তিন লাখ টাকা হওয়ার সম্ভাবনা

চলতি বাজেটে বছরে তিন লাখ টাকার বেশি আয় থাকলেই আয়কর দিতে হতো। আসন্ন বাজেটে করমুক্ত এই আয়ের সীমা বৃদ্ধি করে সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যারা বছরে সারে তিন লাখ টাকার বেশি আয় করবেন তাদের কর দিতে হবে। আর সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করলে কোন আয়কর দিতে হবে না। আসছে বাজেট ২০২৩-২৪ এর সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে।

উচ্চ মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমায় ৫০ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। ফলে বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি আয় হলেই কর দিতে হবে।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে প্রায় সাড়ে সাত লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের আকার। আগামী ১ জুন জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তবে ধনীদের কর আরও বৃদ্ধিসহ গ্রামাঞ্চলে করজাল বিস্তারের প্রস্তাবও রয়েছে বাজেটের সারসংক্ষেপে। যদিও করোনা মহামারী চলাকালে ধনী করদাতাদের আয়কর ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। এবার সেই ৫ শতাংশের সঙ্গে আরও কর বৃদ্ধির পরিকল্পনা যুক্ত করা হয়েছে আসন্ন বাজেটে।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে আগামী তিন অর্থবছরে বাংলাদেশকে রাজস্ব হিসেবে দুই লাখ ৩৪ হাজার কোটি টাকা আয় করতে হবে। ২০২৩-২৪ অর্থবছরেই রাজস্ব আদায় বাড়াতে হবে ৬৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে বিদ্যমান সারচার্জ বাড়ানোর প্রস্তাব দেয়া হবে যাতে ধনীদের উচ্চ কর দিতে হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, বর্তমানে প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর দিতে হয় না। ৩ লাখ টাকার পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে মোট আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হয়। পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ এবং পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ কর দিতে হয়। এর বেশি আয় করলে সেক্ষেত্রে করহার ২৫ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরে আয়কর খাত থেকে ১ লাখ ২১ হাজার ৯৪ কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে অর্থবছরের প্রথম ৯ মাসে এ খাত থেকে রাজস্ব এসেছে ৭০ হাজার ১৫৮ কোটি টাকা। অর্থাৎ এই অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গত ২০২১-২২ অর্থবছরে আয়কর খাত থেকে ৮৪ হাজার ৫২২ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করে এনবিআর।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে পাঁচ লাখ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়বে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি এবং দেশের মোট জিডিপির ১০ শতাংশের সমান। জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের দায়িত্ব দেয়া হচ্ছে, যা চলতি অর্থবছরের চেয়ে ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৬০ হাজার কোটি টাকা। আর এনবিআরবহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা ও করবহির্ভূত রাজস্ব (এনটিআর) আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।

জানা গেছে, আগামী অর্থবছর গ্রামাঞ্চল থেকে কর সংগ্রহ করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বেসরকারি কর সংগ্রহ এজেন্ট নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বাজেটের অর্থ বিলে ‘ইনকাম ট্যাক্স প্রিপেয়ারার (আইটিপি)’ নামে একটি নিয়ম অন্তর্ভুক্ত করা হবে যার খসড়াও প্রস্তুত করা হয়েছে।

আরও খবর
অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প-কারখানা স্থাপনে এগিয়ে আসার আহ্বান ডিসিসিআইর
পেঁয়াজের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
নকল ও ভেজালকারী ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করুন : শিল্পমন্ত্রী
শিল্প খাতে সিআইপি সম্মাননা পাচ্ছেন ৪৪ ব্যক্তি
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
বিড়ি শ্রমিক জনসভায় বিএটির আগ্রাসন বন্ধের দাবি
দিনাজপুরে ‘এবি স্মার্ট কৃষিঋণ’ বিতরণ করলেন জাতীয় সংসদের হুইপ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ
প্রাণের শিল্পপার্ক পরিদর্শন করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান
গ্রাহকদের সুবিধা দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে ওয়ালটন

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

করমুক্ত আয়সীমা বেড়ে সাড়ে তিন লাখ টাকা হওয়ার সম্ভাবনা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

চলতি বাজেটে বছরে তিন লাখ টাকার বেশি আয় থাকলেই আয়কর দিতে হতো। আসন্ন বাজেটে করমুক্ত এই আয়ের সীমা বৃদ্ধি করে সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যারা বছরে সারে তিন লাখ টাকার বেশি আয় করবেন তাদের কর দিতে হবে। আর সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করলে কোন আয়কর দিতে হবে না। আসছে বাজেট ২০২৩-২৪ এর সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে।

উচ্চ মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমায় ৫০ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। ফলে বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি আয় হলেই কর দিতে হবে।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে প্রায় সাড়ে সাত লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের আকার। আগামী ১ জুন জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তবে ধনীদের কর আরও বৃদ্ধিসহ গ্রামাঞ্চলে করজাল বিস্তারের প্রস্তাবও রয়েছে বাজেটের সারসংক্ষেপে। যদিও করোনা মহামারী চলাকালে ধনী করদাতাদের আয়কর ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। এবার সেই ৫ শতাংশের সঙ্গে আরও কর বৃদ্ধির পরিকল্পনা যুক্ত করা হয়েছে আসন্ন বাজেটে।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে আগামী তিন অর্থবছরে বাংলাদেশকে রাজস্ব হিসেবে দুই লাখ ৩৪ হাজার কোটি টাকা আয় করতে হবে। ২০২৩-২৪ অর্থবছরেই রাজস্ব আদায় বাড়াতে হবে ৬৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে বিদ্যমান সারচার্জ বাড়ানোর প্রস্তাব দেয়া হবে যাতে ধনীদের উচ্চ কর দিতে হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, বর্তমানে প্রথম ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর দিতে হয় না। ৩ লাখ টাকার পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে মোট আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হয়। পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ এবং পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ কর দিতে হয়। এর বেশি আয় করলে সেক্ষেত্রে করহার ২৫ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরে আয়কর খাত থেকে ১ লাখ ২১ হাজার ৯৪ কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে অর্থবছরের প্রথম ৯ মাসে এ খাত থেকে রাজস্ব এসেছে ৭০ হাজার ১৫৮ কোটি টাকা। অর্থাৎ এই অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গত ২০২১-২২ অর্থবছরে আয়কর খাত থেকে ৮৪ হাজার ৫২২ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করে এনবিআর।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে পাঁচ লাখ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়বে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি এবং দেশের মোট জিডিপির ১০ শতাংশের সমান। জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের দায়িত্ব দেয়া হচ্ছে, যা চলতি অর্থবছরের চেয়ে ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৬০ হাজার কোটি টাকা। আর এনবিআরবহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা ও করবহির্ভূত রাজস্ব (এনটিআর) আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।

জানা গেছে, আগামী অর্থবছর গ্রামাঞ্চল থেকে কর সংগ্রহ করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বেসরকারি কর সংগ্রহ এজেন্ট নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বাজেটের অর্থ বিলে ‘ইনকাম ট্যাক্স প্রিপেয়ারার (আইটিপি)’ নামে একটি নিয়ম অন্তর্ভুক্ত করা হবে যার খসড়াও প্রস্তুত করা হয়েছে।