শহরের সুবিধা মিলছে ঘিওরের ৭টি ইউনিয়নের গ্রামেও

স্বাধীনতার ৫২ বছর পরে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর উপজেলাটি উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পুরো এলাকা। পুরাতন ধলেশ্বরী-কালীগঙ্গা- ইছামতী নদীর গাঁ ঘেষে ৭টি ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে এই উপজেলাটি। ১৪৮.৯১ বর্গ কিঃ মিঃ আয়াতনে ঘিওরে রয়েছে ১৮৭টি গ্রাম। মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫০৮ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে গ্রামেও। গ্রামীন সড়কগুলো হয়েছে পিচঢালা পথ। কাঁচা বা মাটির রাস্তা এখন আর আগের মত চোখে পড়েনা। গড়ে উঠেছে বহুতল দৃষ্টিনন্দন ভবন। গ্রামের বাড়ি ঘড়গুলো অধিকাংশ পাকা ও আধাপাকা।

শহরের সুবিধা ৭টি ইউনিয়নের গ্রামেও পৌঁছে গেছে। বদলে গেছে গ্রামীন জীবনযাত্রার মান। গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে। ভূমিহীন ও গৃহহীনরা সরকারের দেওয়া বিনা পয়সায় জমি ও রঙ্গীন ঘর পাচ্ছে। ভিজিএফ ভিজিডি, বয়স্ক, বিধবা প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে। ভিক্ষুক পূর্নবাসনের অটোরিকশা এবং অসচ্ছল লোকজন কঠিন রোগে আক্রান্ত হলে অর্থনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে। গৃহিত নানা প্রকল্পের কারনেই গ্রামীন অর্থনীতির পরিবর্তন এসেছে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান জানান, বর্তমান সরকারের শাসনামলে ঘিওর মাইলাগী গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ঢবি-আরিচা সহসড়কের পাশে বানিয়াজুরী জোকাতে যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র নির্মাণ, উপজেলা মডেল মসজিদ নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও উর্দ্ধমুখী সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ঘিওর সরকারি কলেজ অনার্স ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, এলজিইডি কর্তৃক সিংজুরীতে কালীগঙ্গা নদীর উপরে ব্রীজ ও ঠাকুর কান্দিতে ব্রীজ নির্মাণ অনন্য সংযোজন।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, ঘিওরে উন্নয়নের মধ্যে ঘিওর ধলেশ^রী নদীর উপর সাড়ে ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ, সিংজুরী বালিয়াবাঁধা কালীগঙ্গা নদীতে সারে ৩৫ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ব্রীজ এবং ঘিওর উপজেলা পরিষদ ৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ, ঘিওর বড়টিয়া সড়কে ৬ কোটি ৪০ লাখ টাকা এবং ঘিওর বাঙ্গালা তেরশ্রী সড়ক ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজ, হিজুলিয়া ইছামতী নদীকে ব্রীজ, ঘিওর ইছামতী নদীর মুখে সুইস গেট নির্মান, বানিয়াজুরী হতে গাংডুবি বানিয়াজুরী পর্যন্ত খাল খনন, ঘিওর পঞ্চরাস্তায় শেখ কামাল আইটি ট্রেনিংএন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ চলছে পুরোদমে। এগুলো পরিপূর্ণ বাস্তবায়িত হলে গ্রাম এবং উপজেলা চেহারা পাল্টে যাবে।

image
আরও খবর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে এসএসসি পরীক্ষা, আতঙ্কে শিক্ষার্থীরা
রাজশাহীতে জমে উঠেছে কুটির শিল্প মেলা
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়
ভুয়া ডেপুটি জেলার সেজে ৫০ হাজার টাকা আত্মসাৎ
শরণখোলায় রাজনৈতিক সহাবস্থানের দাবিতে মানববন্ধন
সরকারি অনুমতি নিয়েও নদীতে মাছ শিকার করতে পারছে না পাথরঘাটার অর্ধশতাধিক জেলে
সুন্দরবনের বন কর্মকর্তাদের বিরুদ্ধে জেলে-বাওয়ালিদের বিস্তর অভিযোগ
মহাদেবপুরে পরীক্ষামূলক চিনা বাদাম চাষ
নরসিংদীতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজাপুরে অসহায় নারীকে ঘর তুলে দিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা মনির
জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ২ আহত ১০

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

শহরের সুবিধা মিলছে ঘিওরের ৭টি ইউনিয়নের গ্রামেও

প্রতিনিধি, মানিকগঞ্জ

image

স্বাধীনতার ৫২ বছর পরে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর উপজেলাটি উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পুরো এলাকা। পুরাতন ধলেশ্বরী-কালীগঙ্গা- ইছামতী নদীর গাঁ ঘেষে ৭টি ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে এই উপজেলাটি। ১৪৮.৯১ বর্গ কিঃ মিঃ আয়াতনে ঘিওরে রয়েছে ১৮৭টি গ্রাম। মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫০৮ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে গ্রামেও। গ্রামীন সড়কগুলো হয়েছে পিচঢালা পথ। কাঁচা বা মাটির রাস্তা এখন আর আগের মত চোখে পড়েনা। গড়ে উঠেছে বহুতল দৃষ্টিনন্দন ভবন। গ্রামের বাড়ি ঘড়গুলো অধিকাংশ পাকা ও আধাপাকা।

শহরের সুবিধা ৭টি ইউনিয়নের গ্রামেও পৌঁছে গেছে। বদলে গেছে গ্রামীন জীবনযাত্রার মান। গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে। ভূমিহীন ও গৃহহীনরা সরকারের দেওয়া বিনা পয়সায় জমি ও রঙ্গীন ঘর পাচ্ছে। ভিজিএফ ভিজিডি, বয়স্ক, বিধবা প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে। ভিক্ষুক পূর্নবাসনের অটোরিকশা এবং অসচ্ছল লোকজন কঠিন রোগে আক্রান্ত হলে অর্থনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে। গৃহিত নানা প্রকল্পের কারনেই গ্রামীন অর্থনীতির পরিবর্তন এসেছে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান জানান, বর্তমান সরকারের শাসনামলে ঘিওর মাইলাগী গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ঢবি-আরিচা সহসড়কের পাশে বানিয়াজুরী জোকাতে যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র নির্মাণ, উপজেলা মডেল মসজিদ নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও উর্দ্ধমুখী সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ঘিওর সরকারি কলেজ অনার্স ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, এলজিইডি কর্তৃক সিংজুরীতে কালীগঙ্গা নদীর উপরে ব্রীজ ও ঠাকুর কান্দিতে ব্রীজ নির্মাণ অনন্য সংযোজন।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেন, ঘিওরে উন্নয়নের মধ্যে ঘিওর ধলেশ^রী নদীর উপর সাড়ে ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ, সিংজুরী বালিয়াবাঁধা কালীগঙ্গা নদীতে সারে ৩৫ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ব্রীজ এবং ঘিওর উপজেলা পরিষদ ৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ, ঘিওর বড়টিয়া সড়কে ৬ কোটি ৪০ লাখ টাকা এবং ঘিওর বাঙ্গালা তেরশ্রী সড়ক ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজ, হিজুলিয়া ইছামতী নদীকে ব্রীজ, ঘিওর ইছামতী নদীর মুখে সুইস গেট নির্মান, বানিয়াজুরী হতে গাংডুবি বানিয়াজুরী পর্যন্ত খাল খনন, ঘিওর পঞ্চরাস্তায় শেখ কামাল আইটি ট্রেনিংএন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ চলছে পুরোদমে। এগুলো পরিপূর্ণ বাস্তবায়িত হলে গ্রাম এবং উপজেলা চেহারা পাল্টে যাবে।