মহাদেবপুরে পরীক্ষামূলক চিনা বাদাম চাষ

নওগাঁর মহাদেবপুরে পরীক্ষামূলকভাবে চিনা বাদামের চাষ করা হয়েছে। উপজেলা সদরের উপজেলা কমপ্লেক্সের ৩নং গেট রেইন্ট্রিতলার পশ্চিমে আত্রাই নদীর তীরে এক বিঘা জমিতে চাষ করা বাদামের গাছ অল্পদিনেই বেশ সুন্দর হয়েছে। পুরো মাঠজুড়ে সবুজের সমারোহ তৈরি হয়েছে।

নিজের বাদাম খেতে আগাছা নিড়ানির কাজ করছিলেন ওই এলাকার চাষি দুলাল হোসেন। তিনি জানালেন, মান্দা উপজেলায় তার আত্মীয়দের বাদাম চাষ দেখে তিনিও তা চাষ করার জন্য উৎসাহীত হোন। এজন্য তিনি নাটোর থেকে উন্নতজাতের ৮ কেজি বাদাম বীজ আনেন। নানাভাবে কাজ করে বীজ থেকে বিছন তৈরি করেন। এরপর রোপন করেন এই জমিতে। ঠিকমত জমি চাষ, সার ও সেঁচ দিয়ে রোপন করায় অল্পদিনেই বাদাম গাছ পুরো জমিতে ছড়িয়ে পড়ে। নতুন ফসলের ভাল গাছের সমারোহ দেখে আনন্দে নেচে উঠে মন। প্রতিদিনই অন্তত: একবার এই জমিতে আসেন তিনি। আগাছা নিড়ানো, গরু-ছাগলের হাত থেকে ফসল রক্ষা প্রভৃতি কাজে ব্যস্ত থাকেন। বাড়ন্ত নতুন গাছের দিকে চেয়ে চিক চিক করে উঠে তার দুচোখ। নতুন ফসল বাদামের ভাল ফলন হবে এমনটিই আশা করেন তিনি।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী জানান, মহাদেবপুর উপজেলায় তেমন বাদামের চাষ হয়না। চাষি দুলাল হোসেন শখ করে এর চাষ করেছেন। তাকে সার্বিক সহযোগীতা দেয়া হচ্ছে। এই এলাকার জমি খুবই উর্বর ও বাদাম চাষের উপযোগী বলেও তিনি জানান।

image

মহাদেবপুর (নওগাঁ) : বাদাম খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক -সংবাদ

আরও খবর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে এসএসসি পরীক্ষা, আতঙ্কে শিক্ষার্থীরা
রাজশাহীতে জমে উঠেছে কুটির শিল্প মেলা
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়
ভুয়া ডেপুটি জেলার সেজে ৫০ হাজার টাকা আত্মসাৎ
শরণখোলায় রাজনৈতিক সহাবস্থানের দাবিতে মানববন্ধন
সরকারি অনুমতি নিয়েও নদীতে মাছ শিকার করতে পারছে না পাথরঘাটার অর্ধশতাধিক জেলে
শহরের সুবিধা মিলছে ঘিওরের ৭টি ইউনিয়নের গ্রামেও
সুন্দরবনের বন কর্মকর্তাদের বিরুদ্ধে জেলে-বাওয়ালিদের বিস্তর অভিযোগ
নরসিংদীতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজাপুরে অসহায় নারীকে ঘর তুলে দিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা মনির
জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ২ আহত ১০

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

মহাদেবপুরে পরীক্ষামূলক চিনা বাদাম চাষ

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)

image

মহাদেবপুর (নওগাঁ) : বাদাম খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক -সংবাদ

নওগাঁর মহাদেবপুরে পরীক্ষামূলকভাবে চিনা বাদামের চাষ করা হয়েছে। উপজেলা সদরের উপজেলা কমপ্লেক্সের ৩নং গেট রেইন্ট্রিতলার পশ্চিমে আত্রাই নদীর তীরে এক বিঘা জমিতে চাষ করা বাদামের গাছ অল্পদিনেই বেশ সুন্দর হয়েছে। পুরো মাঠজুড়ে সবুজের সমারোহ তৈরি হয়েছে।

নিজের বাদাম খেতে আগাছা নিড়ানির কাজ করছিলেন ওই এলাকার চাষি দুলাল হোসেন। তিনি জানালেন, মান্দা উপজেলায় তার আত্মীয়দের বাদাম চাষ দেখে তিনিও তা চাষ করার জন্য উৎসাহীত হোন। এজন্য তিনি নাটোর থেকে উন্নতজাতের ৮ কেজি বাদাম বীজ আনেন। নানাভাবে কাজ করে বীজ থেকে বিছন তৈরি করেন। এরপর রোপন করেন এই জমিতে। ঠিকমত জমি চাষ, সার ও সেঁচ দিয়ে রোপন করায় অল্পদিনেই বাদাম গাছ পুরো জমিতে ছড়িয়ে পড়ে। নতুন ফসলের ভাল গাছের সমারোহ দেখে আনন্দে নেচে উঠে মন। প্রতিদিনই অন্তত: একবার এই জমিতে আসেন তিনি। আগাছা নিড়ানো, গরু-ছাগলের হাত থেকে ফসল রক্ষা প্রভৃতি কাজে ব্যস্ত থাকেন। বাড়ন্ত নতুন গাছের দিকে চেয়ে চিক চিক করে উঠে তার দুচোখ। নতুন ফসল বাদামের ভাল ফলন হবে এমনটিই আশা করেন তিনি।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী জানান, মহাদেবপুর উপজেলায় তেমন বাদামের চাষ হয়না। চাষি দুলাল হোসেন শখ করে এর চাষ করেছেন। তাকে সার্বিক সহযোগীতা দেয়া হচ্ছে। এই এলাকার জমি খুবই উর্বর ও বাদাম চাষের উপযোগী বলেও তিনি জানান।