সিক্রেট রেসিপি বাংলাদেশ ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সম্প্রতি মালয়েশিয়ার ক্যাফে চেইন সিক্রেট রেসিপি বাংলাদেশের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এমওইউতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ এবং সিক্রেট রেসিপি বাংলাদেশের হেড অব বিজনেস কেএসএম মোহিত-উল বারি।

এ চুক্তির অধীনে, জিপি স্টার গ্রাহকরা (সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম প্লাস) সিক্রেট রেসিপির খাবার ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে অফার ও ছাড় সুবিধা উপভোগ করবেন। প্রতি শুক্রবার প্রথম ১৫ জন জিপি স্টার গ্রাহক সিক্রেট রেসিপি বাংলাদেশের আউটলেটগুলোতে বিনামূল্যে এক স্লাইস ‘চকলেট ইনডালজেন্স’ কেক উপভোগ করবেন। এছাড়াও, প্রতি শুক্রবার দিনব্যাপী জিপি স্টার গ্রাহকরা সিক্রেট রেসিপির মেন্যুতে ১২ শতাংশ ছাড় সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক মুত্তাসিম দাইয়্যান এবং গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থতি ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

সিক্রেট রেসিপি বাংলাদেশ ও গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

image

সম্প্রতি মালয়েশিয়ার ক্যাফে চেইন সিক্রেট রেসিপি বাংলাদেশের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। এমওইউতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ এবং সিক্রেট রেসিপি বাংলাদেশের হেড অব বিজনেস কেএসএম মোহিত-উল বারি।

এ চুক্তির অধীনে, জিপি স্টার গ্রাহকরা (সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম প্লাস) সিক্রেট রেসিপির খাবার ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে অফার ও ছাড় সুবিধা উপভোগ করবেন। প্রতি শুক্রবার প্রথম ১৫ জন জিপি স্টার গ্রাহক সিক্রেট রেসিপি বাংলাদেশের আউটলেটগুলোতে বিনামূল্যে এক স্লাইস ‘চকলেট ইনডালজেন্স’ কেক উপভোগ করবেন। এছাড়াও, প্রতি শুক্রবার দিনব্যাপী জিপি স্টার গ্রাহকরা সিক্রেট রেসিপির মেন্যুতে ১২ শতাংশ ছাড় সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক মুত্তাসিম দাইয়্যান এবং গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থতি ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।