ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল নারীর

রাজধানীতে ডাক্তার দেখাতে এসে পিকআপ ভ্যানের চাপায় মোছা. ফরিদা বানু (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে খিলগাঁও নবীনবাগ মৌলভীরটেকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হওয়ার পর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মনির হোসেন জানান, আমার মা গত শুক্রবার গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় ভাগনির বাসায় আসে। ঢাকায় একটি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য মায়ের সিরিয়াল নেয়া হয়। গতকাল সকালে হাসপাতালে রিকশাযোগে যাওয়ার পথে তাদের রিকশাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মা পড়ে যায়। পরে ওই পিকআপ ভ্যান আমার মাকে চাপা দেয়।

মনির হোসের আরও জানান, পথচারীরা মাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জালালপুর গ্রামে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এদিকে, রাজধানীর হাজারীবাগ থানার আলামিন এতিমখানা অলিল্লা বোর্ডিংয়ের চারতলার ছাদ থেকে পড়ে রাকিবুল হাসান নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাকিবুল হাসানের মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসার চতুর্থতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে আহত হয় রাকিবুল। মাদ্রাসার হেফজখানার ছাত্র ছিল। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল ইসলাম আরও বলেন, তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দুধল গ্রামে। সে ওই এলাকার আনিসুর রহমানের ছেলে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।

এছাড়া, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মহসিন উল মূলক (৬৮)। গতকাল সকাল ৮টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহসিন উল মূলককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। করে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তার বাবার নাম মৃত বরকাতুল্লাহ সরদার। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল নারীর

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীতে ডাক্তার দেখাতে এসে পিকআপ ভ্যানের চাপায় মোছা. ফরিদা বানু (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে খিলগাঁও নবীনবাগ মৌলভীরটেকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হওয়ার পর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মনির হোসেন জানান, আমার মা গত শুক্রবার গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় ভাগনির বাসায় আসে। ঢাকায় একটি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য মায়ের সিরিয়াল নেয়া হয়। গতকাল সকালে হাসপাতালে রিকশাযোগে যাওয়ার পথে তাদের রিকশাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মা পড়ে যায়। পরে ওই পিকআপ ভ্যান আমার মাকে চাপা দেয়।

মনির হোসের আরও জানান, পথচারীরা মাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জালালপুর গ্রামে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এদিকে, রাজধানীর হাজারীবাগ থানার আলামিন এতিমখানা অলিল্লা বোর্ডিংয়ের চারতলার ছাদ থেকে পড়ে রাকিবুল হাসান নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাকিবুল হাসানের মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসার চতুর্থতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে আহত হয় রাকিবুল। মাদ্রাসার হেফজখানার ছাত্র ছিল। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল ইসলাম আরও বলেন, তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দুধল গ্রামে। সে ওই এলাকার আনিসুর রহমানের ছেলে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।

এছাড়া, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মহসিন উল মূলক (৬৮)। গতকাল সকাল ৮টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহসিন উল মূলককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। করে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তার বাবার নাম মৃত বরকাতুল্লাহ সরদার। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।