যশোরে ‘শয়তান’ সবার মন কেড়েছে

পৃথিবী থেকে পাপ মুছে গেলে ধর্মের প্রয়োজন শূন্য। তাই শয়তানের মৃত্যু মানেই ধর্মেরও মৃত্যু। ধর্ম, সুপ্রবৃত্তি নিজেদের অস্তিত্বের প্রয়োজনে শয়তানকে আকৃতি আকার ব্যাপকতা দিয়েছে। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই সৃষ্টিকর্তাকে উপলব্ধির আগে আবিষ্কার করা জরুরি প্রতিটি সৃষ্টির মাহাত্ম্য। গত শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হওয়া নাটক ‘শয়তান’ দেখে এমনি উপলব্ধি হয়েছে দর্শকদের।

সমাজ পরিবেশ পারিপার্শ্বিকতা বিচারে কাহলিল জিবরানের গল্প অবলম্বনে শব্দ থিয়েটারের প্রযোজনা ‘শয়তান’ নাটক ক্ষণিকের জন্য হলেও নাট্য মোদিদের ভাবনার আড়ষ্টতাকে শাণিত করেছে। দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা ও অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছে নাটকের শিল্পী এবং কলাকুশলীরা।

চিরাচরিত বদ্ধমূল ধারণা থেকে নিরপেক্ষতার বিচারে দর্শক নাটক শেষে ধারণা পেয়েছেন ‘শয়তান’ রোমাঞ্চকর ভীতিজনক ধর্মীয় চরিত্র মাত্র। কাহলিল জিবরানের গল্প অবলম্বনে মঞ্চায়িত নাটকে নির্দেশক মাসউদ জামান সুনিপুণভাবে দেখিয়েছেন সমস্ত মিথ্যা, প্রতারণা ধোঁকাবাজি আর শয়তানির উৎস স্বার্থসিদ্ধি। স্বার্থ সমস্ত পাপের উৎস এবং ধর্ম ভীতির ব্যবসা। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই সৃষ্টিকর্তাকে উপলব্ধির আগে আবিষ্কার করা জরুরি প্রতিটি সৃষ্টির মাহাত্ম।

নাটকটি দেখার জন্য শিক্ষার্থী, নাট্য সংগঠনের সদস্য ও নাট্যকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মঞ্চ সজ্জা, আলোক বিন্যাস থেকে সার্বিক সমন্বয়ে প্রশংসা করেন দর্শকরা। নাটকটিতে অভিনয় করেন- প্রতিক, আকতার, মেহেদি, সবুজ, রেজা, সানজিদা, জুনিয়া, নিশাত, সোহেল রানা, পিয়াস মন্ডল, অনুপ মজুমদার, মাসউদ জামান। নাটক শুরুর আগে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার মামুন সরোয়ারকে সম্মাননা প্রদান করেন শব্দ থিয়েটারের উপদেষ্টা মোস্তাক আহমেদ পলাশ ও সদস্য জায়েদ মোহাম্মদ খালেদ।

image
আরও খবর
বিশ্বজুড়ে কলেরার ঝুঁকিতে ১০০ কোটি মানুষ : জাতিসংঘ
ভর্তুকি আর কত, সুবিধা নিয়ে যাচ্ছে বিদেশি ক্রেতারা
ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল নারীর
উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে পড়েছেন গায়ক নোবেল : ডিবি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা নিয়োগে অনিয়মের অভিযোগ
দফা এক, শেখ হাসিনা সরকারের পদত্যাগ : ফখরুল
রোহিঙ্গারা সন্ত্রাসবাদে জড়ালে বড় বিনিয়োগ ভেস্তে যাবে : মোমেন
কক্সবাজারে ইয়াবাসহ সস্ত্রীক এপিবিএন কর্মকর্তা আটক
১৩শ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৩
যশোরে বিএনপির ১২০ জনকে গ্রেপ্তারের দাবি
‘পনেরো কোটি টাকার কাজে পাঁচ কোটির অনিয়মের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

যশোরে ‘শয়তান’ সবার মন কেড়েছে

যশোর অফিস

image

পৃথিবী থেকে পাপ মুছে গেলে ধর্মের প্রয়োজন শূন্য। তাই শয়তানের মৃত্যু মানেই ধর্মেরও মৃত্যু। ধর্ম, সুপ্রবৃত্তি নিজেদের অস্তিত্বের প্রয়োজনে শয়তানকে আকৃতি আকার ব্যাপকতা দিয়েছে। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই সৃষ্টিকর্তাকে উপলব্ধির আগে আবিষ্কার করা জরুরি প্রতিটি সৃষ্টির মাহাত্ম্য। গত শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হওয়া নাটক ‘শয়তান’ দেখে এমনি উপলব্ধি হয়েছে দর্শকদের।

সমাজ পরিবেশ পারিপার্শ্বিকতা বিচারে কাহলিল জিবরানের গল্প অবলম্বনে শব্দ থিয়েটারের প্রযোজনা ‘শয়তান’ নাটক ক্ষণিকের জন্য হলেও নাট্য মোদিদের ভাবনার আড়ষ্টতাকে শাণিত করেছে। দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা ও অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছে নাটকের শিল্পী এবং কলাকুশলীরা।

চিরাচরিত বদ্ধমূল ধারণা থেকে নিরপেক্ষতার বিচারে দর্শক নাটক শেষে ধারণা পেয়েছেন ‘শয়তান’ রোমাঞ্চকর ভীতিজনক ধর্মীয় চরিত্র মাত্র। কাহলিল জিবরানের গল্প অবলম্বনে মঞ্চায়িত নাটকে নির্দেশক মাসউদ জামান সুনিপুণভাবে দেখিয়েছেন সমস্ত মিথ্যা, প্রতারণা ধোঁকাবাজি আর শয়তানির উৎস স্বার্থসিদ্ধি। স্বার্থ সমস্ত পাপের উৎস এবং ধর্ম ভীতির ব্যবসা। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই সৃষ্টিকর্তাকে উপলব্ধির আগে আবিষ্কার করা জরুরি প্রতিটি সৃষ্টির মাহাত্ম।

নাটকটি দেখার জন্য শিক্ষার্থী, নাট্য সংগঠনের সদস্য ও নাট্যকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মঞ্চ সজ্জা, আলোক বিন্যাস থেকে সার্বিক সমন্বয়ে প্রশংসা করেন দর্শকরা। নাটকটিতে অভিনয় করেন- প্রতিক, আকতার, মেহেদি, সবুজ, রেজা, সানজিদা, জুনিয়া, নিশাত, সোহেল রানা, পিয়াস মন্ডল, অনুপ মজুমদার, মাসউদ জামান। নাটক শুরুর আগে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার মামুন সরোয়ারকে সম্মাননা প্রদান করেন শব্দ থিয়েটারের উপদেষ্টা মোস্তাক আহমেদ পলাশ ও সদস্য জায়েদ মোহাম্মদ খালেদ।