‘পনেরো কোটি টাকার কাজে পাঁচ কোটির অনিয়মের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

২০ মে সংবাদের শেষ পৃষ্ঠায় ‘পনেরো কোটি টাকার কাজে পাঁচ কোটির অনিয়মের অভিযোগ’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদে বলা হয়েছে মূলত ‘মেশিনরুম লেস টাইপ’ লিফট হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির লিফট। লিফট সম্পর্কিত বিশেষজ্ঞরা স্পেসিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, সর্বাধুনিক প্রযুক্তির লিফট কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হলে কর্তৃপক্ষ গ্রহণ করতে পারবে। পিডব্লিউডি রেট সিডিউল ২০১৮ এবং ২০২২ অনুসারে ‘মেশিনরুম টাইপ’ এবং ‘মেশিনরুম লেস টাইপ’ লিফটের মধ্যে দামের কোন পার্থক্য নেই। ‘মেশিনরুম লেস টাইপ’ লিফটের মূল্য ‘মেশিনরুম টাইপ’ লিফটের অর্ধেক দাবিটি সঠিক নয়। সুতরাং চার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দেয়ার যে অভিযোগ, সেটি সঠিক নয়।

প্রতিবাদে বলা হয়েছে কার্যাদেশ প্রাপ্ত প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সব কাগজপত্রই দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক পরীক্ষা করা হয়েছে। আর দরপত্রে কোন প্রকার প্রি-শিপমেন্ট ইন্সপেকশন সম্পন্ন করার জন্য কোনরূপ শর্ত না থাকা সত্ত্বেও প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নিজ উদ্যোগে সরবরাহকৃত লিফটের গুণাগত মান নিশ্চিত করার লক্ষ্যে তাদের নিজস্ব খরচে বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিকে লিফট প্রস্তুতকারী দেশ ফিনল্যান্ডে প্রেরণের জন্য অনুরোধ করে। পরবর্তীতে যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. ইমরান খানকে প্রতিনিধি হিসেবে ফিনল্যান্ডে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন সম্পন্নের জন্য প্রেরণ করা হয়। লিফটগুলোর মালামাল সঠিক পাওয়ার পর ১৪টি লিফট বাংলাদেশে আনা হয় এবং চিটাগং পোর্টে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন সম্পন্নের পর লিফটগুলো যবিপ্রবি ক্যাম্পাসে এসে পৌঁছেছে। ফলে প্রি-শিপমেন্ট ইনস্পেকশন’ না করার যে অভিযোগ করা হয়েছে, সেটিও সঠিক নয়। সুতরাং ১৫ কোটি টাকার কাজে পাঁচ কোটি টাকার অনিয়মের অভিযোগ! সংশ্লিষ্ট সংবাদটি তথ্য নির্ভর নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন প্রথম আহ্বানকৃত দরপত্রে দপ্তরিক প্রাক্কলিত দরের সঙ্গে সর্বনিম্ন দরদাতা মরগান ইন্টারন্যাশনাল কর্তৃক ‘কোটেট প্রাইস’ হুবুহু, এমনকি দশমিক বা ভগ্নাংশ পর্যন্ত একই হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ কারণে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক অধিকতর প্রতিযোগিতা ও স্বচ্ছতার জন্য দরপত্রটি বাতিল করে রি-টেন্ডার করার সুপারিশ করে। পরবর্তীতে ওটিএম (ই-জিপি) পদ্ধতিতে গত বছরের ১০ অক্টোবর, দরপত্র আহ্বান করা হয় এবং নির্ধারিত সময় ২৫ অক্টোবর, দরপত্র উন্মুক্ত করে পাঁচটি দরপত্র দাতা পাওয়া যায়। টেকনিক্যাল সাব-কমিটির রিপোর্ট অনুযায়ী দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্র দলিলে উল্লিখিত সব শর্তাবলী ও স্পেসিফিকেশন যাচাইপূর্বক দরপত্র দাতা কর্তৃক দাখিলকৃত কাগজপত্রের সঙ্গে অমিল থাকায় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সানটেক এনার্জি লিমিটেড নন-রেসপনসিভ হিসেবে বিবেচিত হয় এবং দরপত্রের সব শর্তাবলী ও স্পেসিফিকেশনের মিল থাকায় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভোলপমেন্ট লিমিটেডকে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নোটিফিকেশন অব এওয়ার্ড প্রদান ও চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করা হয়।

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

‘পনেরো কোটি টাকার কাজে পাঁচ কোটির অনিয়মের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

যশোর অফিস

২০ মে সংবাদের শেষ পৃষ্ঠায় ‘পনেরো কোটি টাকার কাজে পাঁচ কোটির অনিয়মের অভিযোগ’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদে বলা হয়েছে মূলত ‘মেশিনরুম লেস টাইপ’ লিফট হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির লিফট। লিফট সম্পর্কিত বিশেষজ্ঞরা স্পেসিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, সর্বাধুনিক প্রযুক্তির লিফট কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা হলে কর্তৃপক্ষ গ্রহণ করতে পারবে। পিডব্লিউডি রেট সিডিউল ২০১৮ এবং ২০২২ অনুসারে ‘মেশিনরুম টাইপ’ এবং ‘মেশিনরুম লেস টাইপ’ লিফটের মধ্যে দামের কোন পার্থক্য নেই। ‘মেশিনরুম লেস টাইপ’ লিফটের মূল্য ‘মেশিনরুম টাইপ’ লিফটের অর্ধেক দাবিটি সঠিক নয়। সুতরাং চার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দেয়ার যে অভিযোগ, সেটি সঠিক নয়।

প্রতিবাদে বলা হয়েছে কার্যাদেশ প্রাপ্ত প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সব কাগজপত্রই দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক পরীক্ষা করা হয়েছে। আর দরপত্রে কোন প্রকার প্রি-শিপমেন্ট ইন্সপেকশন সম্পন্ন করার জন্য কোনরূপ শর্ত না থাকা সত্ত্বেও প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নিজ উদ্যোগে সরবরাহকৃত লিফটের গুণাগত মান নিশ্চিত করার লক্ষ্যে তাদের নিজস্ব খরচে বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিকে লিফট প্রস্তুতকারী দেশ ফিনল্যান্ডে প্রেরণের জন্য অনুরোধ করে। পরবর্তীতে যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. ইমরান খানকে প্রতিনিধি হিসেবে ফিনল্যান্ডে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন সম্পন্নের জন্য প্রেরণ করা হয়। লিফটগুলোর মালামাল সঠিক পাওয়ার পর ১৪টি লিফট বাংলাদেশে আনা হয় এবং চিটাগং পোর্টে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন সম্পন্নের পর লিফটগুলো যবিপ্রবি ক্যাম্পাসে এসে পৌঁছেছে। ফলে প্রি-শিপমেন্ট ইনস্পেকশন’ না করার যে অভিযোগ করা হয়েছে, সেটিও সঠিক নয়। সুতরাং ১৫ কোটি টাকার কাজে পাঁচ কোটি টাকার অনিয়মের অভিযোগ! সংশ্লিষ্ট সংবাদটি তথ্য নির্ভর নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন প্রথম আহ্বানকৃত দরপত্রে দপ্তরিক প্রাক্কলিত দরের সঙ্গে সর্বনিম্ন দরদাতা মরগান ইন্টারন্যাশনাল কর্তৃক ‘কোটেট প্রাইস’ হুবুহু, এমনকি দশমিক বা ভগ্নাংশ পর্যন্ত একই হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ কারণে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক অধিকতর প্রতিযোগিতা ও স্বচ্ছতার জন্য দরপত্রটি বাতিল করে রি-টেন্ডার করার সুপারিশ করে। পরবর্তীতে ওটিএম (ই-জিপি) পদ্ধতিতে গত বছরের ১০ অক্টোবর, দরপত্র আহ্বান করা হয় এবং নির্ধারিত সময় ২৫ অক্টোবর, দরপত্র উন্মুক্ত করে পাঁচটি দরপত্র দাতা পাওয়া যায়। টেকনিক্যাল সাব-কমিটির রিপোর্ট অনুযায়ী দরপত্র মূল্যায়ন কমিটি দরপত্র দলিলে উল্লিখিত সব শর্তাবলী ও স্পেসিফিকেশন যাচাইপূর্বক দরপত্র দাতা কর্তৃক দাখিলকৃত কাগজপত্রের সঙ্গে অমিল থাকায় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সানটেক এনার্জি লিমিটেড নন-রেসপনসিভ হিসেবে বিবেচিত হয় এবং দরপত্রের সব শর্তাবলী ও স্পেসিফিকেশনের মিল থাকায় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভোলপমেন্ট লিমিটেডকে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নোটিফিকেশন অব এওয়ার্ড প্রদান ও চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করা হয়।