চাঁদপুরের দাসেরগাঁও জমজমিয়া খালে সেতু চাই

চাঁদপুরের দাসেরগাঁও গ্রামের পাশেই জমজমিয়া খাল। এই খালের ওপর কাঠ-বাঁশের তৈরি সাঁকোটি এখন এক আতঙ্কের নাম এলাকাবাসীর কাছে।

স্বাধীনতার পর থেকে একটি সেতু নির্মাণের বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দিলেও সেটা আজও বাস্তবায়ন হয়নি। তাই দুর্ভোগ সঙ্গী করে ভাঙা কাঠ বাঁশের সাঁকোতেই দিন পার করছেন এই গ্রামসহ আশপাশের মানুষ। শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে এ সাঁকো।

সাঁকোটি দিয়ে শুষ্ক মৌসুমে পারাপার করা গেলেও বর্ষাকালে ভরা খালে এটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিকল্প উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কাঠ বাঁশের এই ভাঙা সাঁকো দিয়েই পারাপারে বাধ্য হন শিশু থেকে বৃদ্ধরা। এই সাঁকো থেকে পানিতে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন অসংখ্য শিশু ও বৃদ্ধ।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি সেতু নির্মাণ করে দিতে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

মাসুদ হোসেন

রবিবার, ২১ মে ২০২৩ , ০৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ শাওয়াল ১৪৪৪

চাঁদপুরের দাসেরগাঁও জমজমিয়া খালে সেতু চাই

চাঁদপুরের দাসেরগাঁও গ্রামের পাশেই জমজমিয়া খাল। এই খালের ওপর কাঠ-বাঁশের তৈরি সাঁকোটি এখন এক আতঙ্কের নাম এলাকাবাসীর কাছে।

স্বাধীনতার পর থেকে একটি সেতু নির্মাণের বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দিলেও সেটা আজও বাস্তবায়ন হয়নি। তাই দুর্ভোগ সঙ্গী করে ভাঙা কাঠ বাঁশের সাঁকোতেই দিন পার করছেন এই গ্রামসহ আশপাশের মানুষ। শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে এ সাঁকো।

সাঁকোটি দিয়ে শুষ্ক মৌসুমে পারাপার করা গেলেও বর্ষাকালে ভরা খালে এটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিকল্প উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কাঠ বাঁশের এই ভাঙা সাঁকো দিয়েই পারাপারে বাধ্য হন শিশু থেকে বৃদ্ধরা। এই সাঁকো থেকে পানিতে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন অসংখ্য শিশু ও বৃদ্ধ।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি সেতু নির্মাণ করে দিতে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

মাসুদ হোসেন