সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন কমেছে লেনদেন পরিমাণ। কমেছে বাজার মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। সব ধরনের সূচক পতনে একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধনসহ কমেছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। অর্থাৎ পতন দিয়েই শুরু হলো শেয়ারবাজারের সপ্তাহ।

গতকাল ডিএসইতে ৮১১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ১২৯ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫০৮ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫টি এবং কমেছে ১০৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯০ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৬ দশমিক ২৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ টাকা শেয়ার। আগেরদিন বৃহস্পতিবার ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৮৪ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৫৭ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৬৭টি এবং পরিবর্তন হয়নি ৯৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৯ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট, সিএসসিএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৯৮ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৫ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৮৫ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬৫ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৪টির বা ২৮.৮১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.১০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৬.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচের ৬.৫২ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৬ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৯৮ শতাংশ, জেমিনি সি ফুডের ৫.২০ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৭৪ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ৪.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।

গতকাল ডিএসইর টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআিইসি) লিমিটেড। গতকাল শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫০৬ বারে ২ লাখ ৭৮ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন করে যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৯.৪৩ শতাংশ। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও বঙ্গজ লিমিটেড।

সোমবার, ২২ মে ২০২৩ , ০৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ০২ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন কমেছে লেনদেন পরিমাণ। কমেছে বাজার মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। সব ধরনের সূচক পতনে একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধনসহ কমেছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। অর্থাৎ পতন দিয়েই শুরু হলো শেয়ারবাজারের সপ্তাহ।

গতকাল ডিএসইতে ৮১১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ১২৯ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫০৮ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫টি এবং কমেছে ১০৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯০ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৬ দশমিক ২৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ টাকা শেয়ার। আগেরদিন বৃহস্পতিবার ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৮৪ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৫৭ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৬৭টি এবং পরিবর্তন হয়নি ৯৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৯ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট, সিএসসিএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৯৮ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৫ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৮৫ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬৫ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৪টির বা ২৮.৮১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.১০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৬.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচের ৬.৫২ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৬ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৯৮ শতাংশ, জেমিনি সি ফুডের ৫.২০ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৭৪ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ৪.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।

গতকাল ডিএসইর টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআিইসি) লিমিটেড। গতকাল শেয়ারটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫০৬ বারে ২ লাখ ৭৮ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন করে যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক লিমিটেড। গতকাল শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৯.৪৩ শতাংশ। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও বঙ্গজ লিমিটেড।