আর শান্তি সমাবেশ নয়, এবার সরাসরি প্রতিরোধ : বিএনপিকে হুঁশিয়ারি কাদেরের

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমরা আর চুপ করে বসে থাকব না। এবার সরাসরি প্রতিরোধ করা হবে।’ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে বিএনপি। তাদের সব অপশক্তির আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, দুর্নীতির আস্তানা, ভোট চুরির ষড়যন্ত্র ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।’

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘গত ১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির সমাবেশে তাদের জেলা আহ্বায়ক শহিদ হোসেন চাঁদ বলেছেন, আর দশ বা সাতাইশ দফা নয়, এবার এক দফা- শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন। আর পদত্যাগের মাধ্যমে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এমন খবর কী করে চাপা থেকে যায়? এই রাজশাহীতে বিএনপির সাবেক মেয়র প্রকাশ্যে বলেছিলেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আবার ১৫ আগস্ট ঘটাতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার জেলার এক নেতা এক দফা আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে চায়। তাই এটা পরিষ্কার যে আপনারা ষড়যন্ত্র করছেন। আমি মহানগর, জেলা, থানা, ইউনিয়ন সব পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীকে বলতে চাই- বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমরা আর চুপ করে বসে থাকব না। এবার সরাসরি প্রতিরোধ করতে হবে।’তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি অপশক্তি বাংলাদেশকে আবারও লুটপাট করে ফের হাওয়া ভবন বানানোর ষড়যন্ত্র করছে। বিএনপির নেতারা দলে দলে লন্ডন যাচ্ছে। সেখান থেকে পরামর্শ নিয়ে আসছে, নির্দেশনা নিয়ে আসছে। তারা লন্ডনের নির্দেশে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব, আপনারা নির্বাচন করবেন না, সেটা আমরা জানি। কিন্তু নির্বাচনে বাধা দিতে এলে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না। আমরা শক্ত হাতে সব ষড়যন্ত্র প্রতিহত করব। তাই পরিষ্কার করে বিএনপিকে জানিয়ে দিতে চাই, আজ থেকে প্রতিরোধের সংগ্রাম চলবে। আজ থেকে ওদের ষড়যন্ত্রের দুর্গ আমরা ভেঙে দেবো। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের বাইরে হতে দেবো না।’

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচনে নতুন ভোটাররা হবে আওয়ামী লীগের শক্তি। নারী ভোটাররা শেখ হাসিনার পক্ষেই থাকবেন। কারণ আমরা সত্যের পথে আছি, আমরা মানুষের পাশে আছি। শেখ হাসিনা একজন সৎ ও পরিশ্রমী নেতা। বঙ্গবন্ধুর মতো তিনিও সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

সোমবার, ২২ মে ২০২৩ , ০৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ০২ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

আর শান্তি সমাবেশ নয়, এবার সরাসরি প্রতিরোধ : বিএনপিকে হুঁশিয়ারি কাদেরের

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমরা আর চুপ করে বসে থাকব না। এবার সরাসরি প্রতিরোধ করা হবে।’ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে বিএনপি। তাদের সব অপশক্তির আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, দুর্নীতির আস্তানা, ভোট চুরির ষড়যন্ত্র ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।’

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘গত ১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির সমাবেশে তাদের জেলা আহ্বায়ক শহিদ হোসেন চাঁদ বলেছেন, আর দশ বা সাতাইশ দফা নয়, এবার এক দফা- শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন। আর পদত্যাগের মাধ্যমে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এমন খবর কী করে চাপা থেকে যায়? এই রাজশাহীতে বিএনপির সাবেক মেয়র প্রকাশ্যে বলেছিলেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আবার ১৫ আগস্ট ঘটাতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার জেলার এক নেতা এক দফা আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে চায়। তাই এটা পরিষ্কার যে আপনারা ষড়যন্ত্র করছেন। আমি মহানগর, জেলা, থানা, ইউনিয়ন সব পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীকে বলতে চাই- বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমরা আর চুপ করে বসে থাকব না। এবার সরাসরি প্রতিরোধ করতে হবে।’তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি অপশক্তি বাংলাদেশকে আবারও লুটপাট করে ফের হাওয়া ভবন বানানোর ষড়যন্ত্র করছে। বিএনপির নেতারা দলে দলে লন্ডন যাচ্ছে। সেখান থেকে পরামর্শ নিয়ে আসছে, নির্দেশনা নিয়ে আসছে। তারা লন্ডনের নির্দেশে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব, আপনারা নির্বাচন করবেন না, সেটা আমরা জানি। কিন্তু নির্বাচনে বাধা দিতে এলে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না। আমরা শক্ত হাতে সব ষড়যন্ত্র প্রতিহত করব। তাই পরিষ্কার করে বিএনপিকে জানিয়ে দিতে চাই, আজ থেকে প্রতিরোধের সংগ্রাম চলবে। আজ থেকে ওদের ষড়যন্ত্রের দুর্গ আমরা ভেঙে দেবো। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের বাইরে হতে দেবো না।’

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচনে নতুন ভোটাররা হবে আওয়ামী লীগের শক্তি। নারী ভোটাররা শেখ হাসিনার পক্ষেই থাকবেন। কারণ আমরা সত্যের পথে আছি, আমরা মানুষের পাশে আছি। শেখ হাসিনা একজন সৎ ও পরিশ্রমী নেতা। বঙ্গবন্ধুর মতো তিনিও সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।