তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য দিতে আদালতে হুদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা।

গতকাল ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হন তিনি। দুপুরের দিকে বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।

এর আগে, গত ১৩ এপ্রিল তারেক ও জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে ব্যক্তিগত আইনজীবী থাকছে না।

উল্লেখ্য অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক, জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। এরপর ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১ নভেম্বর এই তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

আরও খবর
সিরাজগঞ্জে ৩২৩ চরমপন্থির আত্মসমর্পণ
গাজীপুর : আজমত উল্লার ২৮ দফা নির্বাচনী ইশতেহার
আমি নির্দোষ, দুদককে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে : জাহাঙ্গীর
বরিশালে মেয়র প্রার্থীদের মধ্যে স্বশিক্ষিত থেকে এমএ পাস রয়েছেন
রাজশাহী : সিটি ভোটে অংশ নিলে বিএনপি করার সুযোগ থাকবে না : মিনু
চার বছরেও মামলার চার্জসিট দেয়নি দুদক
গ্যাটকো মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠন শুনানি ৬ জুন
আর শান্তি সমাবেশ নয়, এবার সরাসরি প্রতিরোধ : বিএনপিকে হুঁশিয়ারি কাদেরের
সিটি নির্বাচনও নীলনকশার হবে : মির্জা ফখরুল
ইউএনও নারী, তাই গার্ড অব অনারে ফের কাদের সিদ্দিকীর বাধা
৯ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

সোমবার, ২২ মে ২০২৩ , ০৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ০২ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

তারেক-জোবায়দার মামলায় সাক্ষ্য দিতে আদালতে হুদা

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা।

গতকাল ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হন তিনি। দুপুরের দিকে বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।

এর আগে, গত ১৩ এপ্রিল তারেক ও জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে ব্যক্তিগত আইনজীবী থাকছে না।

উল্লেখ্য অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক, জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। এরপর ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১ নভেম্বর এই তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।