ডিএসইর মূলধন বাড়লেও লেনদেন কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বাজার মূলধন। আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। প্রধান সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধনসহ বেড়েছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।

গতকাল ডিএসইতে ৭০৭ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৩৬৩ কোটি টাকা। আগেরদিন রোববার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ১২৯ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২৩৪ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টি এবং কমেছে ৯৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৫টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ৬৫ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ দশমিক ৪৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৪ কোটি ৬২ টাকা শেয়ার। আগেরদিন রোববার ১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩০৯ কোটি টাকা। আগেরদিন রোববার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৮৪ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২২৫ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৬২টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২১ দশমিক ৭৮ পয়েন্টে। সিএসসিএক্স দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৫৩ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৫৪ পয়েন্টে, ১৩ হাজার ৪২৯ দশমিক ৯৭ পয়েন্টে এবং ১ হাজার ১৬৪ দশমিক ৯১ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৭টির বা ২৮.০৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৮০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.২৫ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫.৮৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.৪২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৭৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৫০ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ এবং ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৪.৪২ শতাংশ শেয়ার দর কমেছে।

মঙ্গলবার, ২৩ মে ২০২৩ , ০৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৩ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

ডিএসইর মূলধন বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বাজার মূলধন। আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। প্রধান সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধনসহ বেড়েছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।

গতকাল ডিএসইতে ৭০৭ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৩৬৩ কোটি টাকা। আগেরদিন রোববার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ১২৯ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২৩৪ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টি এবং কমেছে ৯৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৫টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ৬৫ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ দশমিক ৪৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৪ কোটি ৬২ টাকা শেয়ার। আগেরদিন রোববার ১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩০৯ কোটি টাকা। আগেরদিন রোববার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৮৪ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২২৫ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৬২টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২১ দশমিক ৭৮ পয়েন্টে। সিএসসিএক্স দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৫৩ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৫৪ পয়েন্টে, ১৩ হাজার ৪২৯ দশমিক ৯৭ পয়েন্টে এবং ১ হাজার ১৬৪ দশমিক ৯১ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৭টির বা ২৮.০৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৮০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.২৫ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫.৮৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.৪২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৭৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৫০ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ এবং ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৪.৪২ শতাংশ শেয়ার দর কমেছে।