আজ থেকে শুরু হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ-২০২৩ এর কার্যক্রম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এর সার্বিক সহযোগিতায় ২৩ মে রাজশাহী বিভাগে ক্যারিয়ার ক্যাম্পেইন এবং ২৪ মে নাটোরে বিভিাগীয় বিপিও সামিটের মাধ্যমে শুরু হতে যাচ্ছে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ এর কার্যক্রম। নাটোর বিপিও সামিট প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ২১ মে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে এসব তথ্য জানান বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। তিনি জানান, আগামী জুলাই মাস পর্যন্ত দেশজুড়ে পালিত হবে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩।

তৌহিদ হোসেন বলেন, বিপিও সামিটের মধ্য দিয়ে এবারে অন্ততঃ এক হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি আমরা। এবারই প্রথমবারের মত বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ আয়োজিত হচ্ছে বিভাগীয় পর্যায়েও। বিভাগীয় পর্যায়ের আয়োজনের মধ্যে থাকছে ক্যাম্পাস অ্যাক্টিভেশন, তরুণ প্রজন্মের জন্য চাকুরি মেলা, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, স্থানীয় অংশীজনদের নিয়ে আয়োজিত পলিসি ডিসকাশন ইত্যাদি। সাতটি বিভাগে পর্যায়ক্রমে ‘বিভাগীয় বিপিও সামিট’ উদযাপনের পর কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্তভাবে আয়োজিত হবে ‘কেন্দ্রীয় বিপিও সামিট’।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব মো. কামরুজ্জামান ভূইয়া, বাক্কো সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, পরিচালক আবু দাউদ খান, আহমেদুল ইসলাম বাবু, ডা. তানজিবা রহমান এবং মুসনাদ ই আহমেদ।

বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল খান সংবাদ সম্মেলনে বলেন, বিপিও শিল্পে অনেক ধরণের চাকুরির সুযোগ রয়েছে, বিপিও মানেই শুধু কলসেন্টার নয়। আমাদের তরুণদের এ খাতের চাকুরির বৈচিত্র্য সম্পর্কে জানাতে হবে, তাদেরকে সেসমস্ত কাজের জন্য প্রশিক্ষিত করতে হবে। বাক্কোর সঙ্গে একসাথে বিজনেস প্রমোশন কাউন্সিল ইতোমধ্যেই দুইশতেরও অধিক ফ্রিল্যান্সারকে উদ্যোক্তায় পরিণত করার উদ্দেশ্যে প্রশিক্ষিত করেছে। এ প্রশিক্ষণ কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ আয়োজনে বাক্কোর সহযোগী হিসেবে থাকছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি), উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২৩ মে ২০২৩ , ০৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৩ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

আজ থেকে শুরু হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ-২০২৩ এর কার্যক্রম

image

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এর সার্বিক সহযোগিতায় ২৩ মে রাজশাহী বিভাগে ক্যারিয়ার ক্যাম্পেইন এবং ২৪ মে নাটোরে বিভিাগীয় বিপিও সামিটের মাধ্যমে শুরু হতে যাচ্ছে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ এর কার্যক্রম। নাটোর বিপিও সামিট প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ২১ মে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে এসব তথ্য জানান বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। তিনি জানান, আগামী জুলাই মাস পর্যন্ত দেশজুড়ে পালিত হবে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩।

তৌহিদ হোসেন বলেন, বিপিও সামিটের মধ্য দিয়ে এবারে অন্ততঃ এক হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি আমরা। এবারই প্রথমবারের মত বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ আয়োজিত হচ্ছে বিভাগীয় পর্যায়েও। বিভাগীয় পর্যায়ের আয়োজনের মধ্যে থাকছে ক্যাম্পাস অ্যাক্টিভেশন, তরুণ প্রজন্মের জন্য চাকুরি মেলা, ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, স্থানীয় অংশীজনদের নিয়ে আয়োজিত পলিসি ডিসকাশন ইত্যাদি। সাতটি বিভাগে পর্যায়ক্রমে ‘বিভাগীয় বিপিও সামিট’ উদযাপনের পর কেন্দ্রীয় পর্যায়ে চূড়ান্তভাবে আয়োজিত হবে ‘কেন্দ্রীয় বিপিও সামিট’।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব মো. কামরুজ্জামান ভূইয়া, বাক্কো সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, পরিচালক আবু দাউদ খান, আহমেদুল ইসলাম বাবু, ডা. তানজিবা রহমান এবং মুসনাদ ই আহমেদ।

বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল খান সংবাদ সম্মেলনে বলেন, বিপিও শিল্পে অনেক ধরণের চাকুরির সুযোগ রয়েছে, বিপিও মানেই শুধু কলসেন্টার নয়। আমাদের তরুণদের এ খাতের চাকুরির বৈচিত্র্য সম্পর্কে জানাতে হবে, তাদেরকে সেসমস্ত কাজের জন্য প্রশিক্ষিত করতে হবে। বাক্কোর সঙ্গে একসাথে বিজনেস প্রমোশন কাউন্সিল ইতোমধ্যেই দুইশতেরও অধিক ফ্রিল্যান্সারকে উদ্যোক্তায় পরিণত করার উদ্দেশ্যে প্রশিক্ষিত করেছে। এ প্রশিক্ষণ কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ আয়োজনে বাক্কোর সহযোগী হিসেবে থাকছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি), উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)। সংবাদ বিজ্ঞপ্তি।