রাজশাহী বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, গত রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে থানায় মামলা হয়েছে।

‘সন্ত্রাস দমন আইনে উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।’

ওসি আরও বলেন, পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে আওয়ামী লীগ থেকে অভিযোগ উঠে। এর প্রতিবাদে গতকাল সারাদেশে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন দলটি। গতকাল একই অভিযোগে নেত্রকোণা আদালতে আরেকটি মামলা হয়েছে। ওই মামলাতেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়েছে।

রাজশাহীর মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, ওই দিন শিবপুরে আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কোন আওয়ামী লীগের নেতাকর্মী মেনে নিতে পারবেন না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। অবিলম্বে তার গ্রেপ্তার চাই।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাইদ চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী আওয়ামী লীগ। সংগঠনটি উপজেলা ও জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিকেলে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার যে হুমকি দিয়েছে তা রাজপথে রাজনৈতিক ভাবেই মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ।

গতকাল ২টার দিকে রাসিক নির্বাচনে নিজের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

সাবেক মেয়র আরও বলেন, বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দিয়েছে সেটিকে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শক্তভাবে দেখছে। এর প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে।

এই হুমকি আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত বিষয় নয়, তিনি বিএনপির আর দশটি নেতা, ছাত্রদল, যুবদল যেটাভাবে সেটা তার মুখ দিয়ে বের হয়ে এসেছে। তিনি অশিক্ষিত মানুষ কোনটি বলতে হয় সেটা জানেন না কিন্তু বলে ফেলেছেন। আমরা সেটি শক্তভাবে নিয়েছি। ইতোমধ্যে মামলা হয়েছে আরও মামলা হবে এবং রাজপথেই মোকাবিলা করবো বলে জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আবদুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

এদিকে দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার মধ্যে দিয়ে বিএনপির অভ্যন্তরে লালিত সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা এমপি।

১৪ দলীয় জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে বাদশা এ মন্তব্য করেন।

প্রতিবাদলিপিতে ফজলে হোসেন বাদশা বলেন, রাজপথের রাজনীতিতে সুবিধা করতে না পেরে বিএনপি নেতারা এখন এ ধরনের পথ অবলম্বন করেছেন। মূলত এভাবেই তারা ক্ষমতা দখল করতে চায়। তারা যে প্রকৃত অর্থেই সন্ত্রাসবাদের আদর্শকে লালন করে, তা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়েছে।

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে প্রতিবাদলিপিতে রাজশাহী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, চাঁদের এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। গণতন্ত্রের ফুলঝুরি ঝরানো বিএনপির কাছে এমন অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চা কাম্য নয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। সুতরাং, অবিলম্বে চাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

মঙ্গলবার, ২৩ মে ২০২৩ , ০৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৩ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

রাজশাহী বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, গত রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে থানায় মামলা হয়েছে।

‘সন্ত্রাস দমন আইনে উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।’

ওসি আরও বলেন, পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে আওয়ামী লীগ থেকে অভিযোগ উঠে। এর প্রতিবাদে গতকাল সারাদেশে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন দলটি। গতকাল একই অভিযোগে নেত্রকোণা আদালতে আরেকটি মামলা হয়েছে। ওই মামলাতেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়েছে।

রাজশাহীর মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, ওই দিন শিবপুরে আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কোন আওয়ামী লীগের নেতাকর্মী মেনে নিতে পারবেন না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। অবিলম্বে তার গ্রেপ্তার চাই।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাইদ চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী আওয়ামী লীগ। সংগঠনটি উপজেলা ও জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিকেলে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার যে হুমকি দিয়েছে তা রাজপথে রাজনৈতিক ভাবেই মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন। রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ।

গতকাল ২টার দিকে রাসিক নির্বাচনে নিজের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

সাবেক মেয়র আরও বলেন, বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দিয়েছে সেটিকে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শক্তভাবে দেখছে। এর প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে।

এই হুমকি আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত বিষয় নয়, তিনি বিএনপির আর দশটি নেতা, ছাত্রদল, যুবদল যেটাভাবে সেটা তার মুখ দিয়ে বের হয়ে এসেছে। তিনি অশিক্ষিত মানুষ কোনটি বলতে হয় সেটা জানেন না কিন্তু বলে ফেলেছেন। আমরা সেটি শক্তভাবে নিয়েছি। ইতোমধ্যে মামলা হয়েছে আরও মামলা হবে এবং রাজপথেই মোকাবিলা করবো বলে জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আবদুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

এদিকে দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার মধ্যে দিয়ে বিএনপির অভ্যন্তরে লালিত সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা এমপি।

১৪ দলীয় জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে বাদশা এ মন্তব্য করেন।

প্রতিবাদলিপিতে ফজলে হোসেন বাদশা বলেন, রাজপথের রাজনীতিতে সুবিধা করতে না পেরে বিএনপি নেতারা এখন এ ধরনের পথ অবলম্বন করেছেন। মূলত এভাবেই তারা ক্ষমতা দখল করতে চায়। তারা যে প্রকৃত অর্থেই সন্ত্রাসবাদের আদর্শকে লালন করে, তা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়েছে।

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে প্রতিবাদলিপিতে রাজশাহী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, চাঁদের এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। গণতন্ত্রের ফুলঝুরি ঝরানো বিএনপির কাছে এমন অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চা কাম্য নয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। সুতরাং, অবিলম্বে চাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।