জনতা ব্যাংকের একজন ঋণ খেলাপি গ্রেপ্তার

জনতা ব্যাংকের একজন ঋণ খেলাপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার জনতা ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখার খেলাপি গ্রাহক মেসার্স খাজা এন্টারপ্রাইজ এর মালিক মো. আফজাল হোসেন ডিপটিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। ২০০১ সালে তার ঋণের স্থিতি ছিল ১৭ লাখ টাকা। গতকাল ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আফজাল হোসেন ডিপটি ব্যবসায়িক খাতে ঋণ নিয়ে পরিশোধ করেননি। ২০০১ সালে ঋণের স্থিতি দাঁড়ায় ১৭ লাখ টাকা। ব্যাংক থেকে বার বার তাগাদা দেয়ার পরও ঋণ পরিশোধ না করা করায় অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। এই পরিপ্রেক্ষিতে আদালত খাজা এন্টারপইজের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করে। এরপরই মো. আফজাল হোসেন ডিপটি গ্রেপ্তার হন। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২৪ মে ২০২৩ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৪ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

জনতা ব্যাংকের একজন ঋণ খেলাপি গ্রেপ্তার

জনতা ব্যাংকের একজন ঋণ খেলাপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার জনতা ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখার খেলাপি গ্রাহক মেসার্স খাজা এন্টারপ্রাইজ এর মালিক মো. আফজাল হোসেন ডিপটিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। ২০০১ সালে তার ঋণের স্থিতি ছিল ১৭ লাখ টাকা। গতকাল ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আফজাল হোসেন ডিপটি ব্যবসায়িক খাতে ঋণ নিয়ে পরিশোধ করেননি। ২০০১ সালে ঋণের স্থিতি দাঁড়ায় ১৭ লাখ টাকা। ব্যাংক থেকে বার বার তাগাদা দেয়ার পরও ঋণ পরিশোধ না করা করায় অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। এই পরিপ্রেক্ষিতে আদালত খাজা এন্টারপইজের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করে। এরপরই মো. আফজাল হোসেন ডিপটি গ্রেপ্তার হন। সংবাদ বিজ্ঞপ্তি।