কৃষি প্রযুক্তি মেলা ১০০ জাতের আম দেখেতে হাজারও মানুষের ভিড়

রাজশাহীর বাঘায় কৃষি প্রযুক্তি মেলার স্টলে বৌভলানিসহ ১০০ জাতের আম দেখেতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে। গত সোমবার মেলার স্টলে প্রদর্শনী করা আম হাজারো মানুষের ভিড় করে দেখেন।

জানা যায়, শনিবার উপজেলার বটমুল চত্বরের কৃষিই সমৃদ্ধি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

এই মেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্টল দেওয়া হয়েছে। উপজেলা বিভিন্ন বাগান থেকে ১০০ প্রজাতির আম সংগ্রহ করে দর্শার্থীদের পরিচিতির জন্য প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে।

এরমধ্যে লক্ষণভোগ, ফজলি, খিরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, আড়াজাম, আম্রপালি, মল্লিকা, আর্শ্বিনা, নন্দফ্রাম, কুয়াপাহাড়ি, চোষা, তোতাপরী, অনামিকা, ফনিয়া, , ব্যানানা ম্যাংগো, কিং অব চাকাপাত, বোম্বাাই, লাখে এক, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গা ভোগ, মহন ভোগ, হাড়ি ভাংগা, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণ ভোগ, কাদুমা, গোপাল ভোগ, বেলি, দুধস্বর, দুধ কোমর, আপেল গুটি, মিয়াজাকি (সূর্যডিম), চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎ মহনী, দিংলি, হাতিঝোপা, কদাল কাটি, সিন্দুটোকা, বামি আম-১১, আনারসী, জাওনী, পাগাড়ে, স্বপন্ন বিভর, ঝিনুক আস্বিনা, বড় গুটি, চরুষা, ঠুটি, দুধভরা, বৈশাখী, আড়াজাম, ভুরই, গৌড়মতি, কাটিমন, কালুয়া গুটি, আনার কলি, বৌভলানো, ইঁদুর চাটা, বাবুই ঝুকি, গুটি বড়, গুটি বড়, বিশ্বনাথ, সুমা ফজলি, বাঘাশাহী, বঙ্গবাসী, আডাঢ়ী, নাক ফজলী, ছাতু ভিজালী, গোল্লা, বাতাসী, ধমিয়া, সেঁদুরী, মহন ঠাকুর, গুটি আম (এক কেজি), মেথা, মিছরী ছানা, সালাম ভোগ ,খালসী, হাইব্রিড লকনাম মধু খলসি, পেপে গুটি, পেসি গুটি, কাকড়ি, সুগন্ধি গুটি, নাজির ভোগ, দুধ সাগর, বালিশ গুচি, জাইন্ট খিরসাপাত, মধু চুষকা, আব্দুল্লাহ ফজলি, কালি ভোগ, মধুমতি, জামাই ভোগ।

আরও খবর
ভালুকায় রাস্তার কাজ বন্ধ পানি জমে জনদুর্ভোগ
শিক্ষার্থীদের ডেকে ভূমি সেবাসপ্তাহ পালন
ভোলা মেঘনা-তেতুলিয়ায় ইলিশ নেই জেলে পল্লীতে হাহাকার
শ্যামনগরে সড়ক নির্মাণে ‘রাবিশ’ ব্যবহারের অভিযোগ
চান্দিনায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির ছাত্রী
নড়াইল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ
ব্রাহ্মণবাড়িয়ার ‘শেখ হাসিনা সড়ক’ এখন বিনোদন কেন্দ্র
সোনারগাঁয়ে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
দশমিনায় জেলেদের বৈধ জাল বিতরণ
বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাকেরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা
নেত্রকোনায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ
বন্যহাতির তাণ্ডবে ফলদ গাছ বিনষ্ট

বুধবার, ২৪ মে ২০২৩ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৪ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

কৃষি প্রযুক্তি মেলা ১০০ জাতের আম দেখেতে হাজারও মানুষের ভিড়

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর বাঘায় কৃষি প্রযুক্তি মেলার স্টলে বৌভলানিসহ ১০০ জাতের আম দেখেতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে। গত সোমবার মেলার স্টলে প্রদর্শনী করা আম হাজারো মানুষের ভিড় করে দেখেন।

জানা যায়, শনিবার উপজেলার বটমুল চত্বরের কৃষিই সমৃদ্ধি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

এই মেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্টল দেওয়া হয়েছে। উপজেলা বিভিন্ন বাগান থেকে ১০০ প্রজাতির আম সংগ্রহ করে দর্শার্থীদের পরিচিতির জন্য প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে।

এরমধ্যে লক্ষণভোগ, ফজলি, খিরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, আড়াজাম, আম্রপালি, মল্লিকা, আর্শ্বিনা, নন্দফ্রাম, কুয়াপাহাড়ি, চোষা, তোতাপরী, অনামিকা, ফনিয়া, , ব্যানানা ম্যাংগো, কিং অব চাকাপাত, বোম্বাাই, লাখে এক, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গা ভোগ, মহন ভোগ, হাড়ি ভাংগা, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণ ভোগ, কাদুমা, গোপাল ভোগ, বেলি, দুধস্বর, দুধ কোমর, আপেল গুটি, মিয়াজাকি (সূর্যডিম), চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎ মহনী, দিংলি, হাতিঝোপা, কদাল কাটি, সিন্দুটোকা, বামি আম-১১, আনারসী, জাওনী, পাগাড়ে, স্বপন্ন বিভর, ঝিনুক আস্বিনা, বড় গুটি, চরুষা, ঠুটি, দুধভরা, বৈশাখী, আড়াজাম, ভুরই, গৌড়মতি, কাটিমন, কালুয়া গুটি, আনার কলি, বৌভলানো, ইঁদুর চাটা, বাবুই ঝুকি, গুটি বড়, গুটি বড়, বিশ্বনাথ, সুমা ফজলি, বাঘাশাহী, বঙ্গবাসী, আডাঢ়ী, নাক ফজলী, ছাতু ভিজালী, গোল্লা, বাতাসী, ধমিয়া, সেঁদুরী, মহন ঠাকুর, গুটি আম (এক কেজি), মেথা, মিছরী ছানা, সালাম ভোগ ,খালসী, হাইব্রিড লকনাম মধু খলসি, পেপে গুটি, পেসি গুটি, কাকড়ি, সুগন্ধি গুটি, নাজির ভোগ, দুধ সাগর, বালিশ গুচি, জাইন্ট খিরসাপাত, মধু চুষকা, আব্দুল্লাহ ফজলি, কালি ভোগ, মধুমতি, জামাই ভোগ।