বন্যহাতির তাণ্ডবে ফলদ গাছ বিনষ্ট

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির তান্ডবে বিনষ্ট হয়েছে প্রায় ১২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ গাছ। গত রোববার দিবাগত ভোর রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাগান মালিক সূত্রে জানা গেছে। জানা যায়, ওই এলাকার স্থানীয় আবদুল লতিফের ছেলে মো. ওসমান প্রায় ৮ কানি জায়গায় গড়ে তোলেন আম, লিচু, কাঠাল, লেবু ও সুপারিসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের বাগান। এখন তার বাগানে আম, লিচু ও কাঠালসহ বিভিন্ন জাতের ফলের ফলন পরিপক্ক হয়েছে। এরই মধ্যে তার বাগানে হানা দেয় ৯টি বন্যহাতির পাল। এ সময় হাতির পালটি বাগানের গাছ ভেঙে ফেলার শব্দ পেয়ে পাহারাদার জাকের আহমদ স্থানীয় লোকজনদের ডেকে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে হাতির পালটি প্রায় ১২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলন্ত গাছ ভেঙে ও উপড়ে ফেলে চরমভাবে ক্ষতিগ্রস্থ করে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে জানান বাগানের মালিক মো. ওসমান। তিনি বলেন, ‘বন্যহাতির পাল আমার বাগানে তাণ্ডব চালিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে।

এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, পূর্ব বৈলছড়িতে বন্যহাতির পাল একটি বাগানে ক্ষয়ক্ষতি করার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ বাগান মালিকের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হলে বিষয়টি বিবেচনাপূর্বক যথাযথভাবে ক্ষতিপূরণ প্রদান করা হবে।

আরও খবর
ভালুকায় রাস্তার কাজ বন্ধ পানি জমে জনদুর্ভোগ
শিক্ষার্থীদের ডেকে ভূমি সেবাসপ্তাহ পালন
ভোলা মেঘনা-তেতুলিয়ায় ইলিশ নেই জেলে পল্লীতে হাহাকার
শ্যামনগরে সড়ক নির্মাণে ‘রাবিশ’ ব্যবহারের অভিযোগ
কৃষি প্রযুক্তি মেলা ১০০ জাতের আম দেখেতে হাজারও মানুষের ভিড়
চান্দিনায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির ছাত্রী
নড়াইল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ
ব্রাহ্মণবাড়িয়ার ‘শেখ হাসিনা সড়ক’ এখন বিনোদন কেন্দ্র
সোনারগাঁয়ে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
দশমিনায় জেলেদের বৈধ জাল বিতরণ
বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বাকেরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা
নেত্রকোনায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ

বুধবার, ২৪ মে ২০২৩ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৪ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

বন্যহাতির তাণ্ডবে ফলদ গাছ বিনষ্ট

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির তান্ডবে বিনষ্ট হয়েছে প্রায় ১২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ গাছ। গত রোববার দিবাগত ভোর রাতে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাগান মালিক সূত্রে জানা গেছে। জানা যায়, ওই এলাকার স্থানীয় আবদুল লতিফের ছেলে মো. ওসমান প্রায় ৮ কানি জায়গায় গড়ে তোলেন আম, লিচু, কাঠাল, লেবু ও সুপারিসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের বাগান। এখন তার বাগানে আম, লিচু ও কাঠালসহ বিভিন্ন জাতের ফলের ফলন পরিপক্ক হয়েছে। এরই মধ্যে তার বাগানে হানা দেয় ৯টি বন্যহাতির পাল। এ সময় হাতির পালটি বাগানের গাছ ভেঙে ফেলার শব্দ পেয়ে পাহারাদার জাকের আহমদ স্থানীয় লোকজনদের ডেকে হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু এরই মধ্যে হাতির পালটি প্রায় ১২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলন্ত গাছ ভেঙে ও উপড়ে ফেলে চরমভাবে ক্ষতিগ্রস্থ করে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে জানান বাগানের মালিক মো. ওসমান। তিনি বলেন, ‘বন্যহাতির পাল আমার বাগানে তাণ্ডব চালিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে।

এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, পূর্ব বৈলছড়িতে বন্যহাতির পাল একটি বাগানে ক্ষয়ক্ষতি করার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ বাগান মালিকের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হলে বিষয়টি বিবেচনাপূর্বক যথাযথভাবে ক্ষতিপূরণ প্রদান করা হবে।