Pic: Automated Challan System-bKash.jpg
সরকারের অটোমেটেড চালান সিস্টেমে লগ-ইন করে বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে পাসপোর্ট ফি, এনবিআর ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্মনিবন্ধনসহ ১৩০টিরও বেশি সরকারি ফি। ফি পরিশোধের সঙ্গে সঙ্গেই গ্রাহকরা চালান ডাউনলোড করতে পারছে।
ফি দেয়ার জন্য অটোমেটেড চালান সিস্টেম-এর (https://ibas.finance.gov.bd/acs) ওয়েবসাইটে লগ-ইন করে নির্দিষ্ট সার্ভিসটি সিলেক্ট করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাশ সিলেক্ট করে ফি প্রদান করা যাবে। পেমেন্ট হয়ে গেলে গ্রাহকরা তাৎক্ষণিক চালান ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন।
বিকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার ফি ছাড়াও দেয়া যাচ্ছে সব ধরনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন পরিষেবার বিল। সংবাদ বিজ্ঞপ্তি।
বুধবার, ২৪ মে ২০২৩ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৪ জিলক্বদ শাওয়াল ১৪৪৪
Pic: Automated Challan System-bKash.jpg
সরকারের অটোমেটেড চালান সিস্টেমে লগ-ইন করে বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে পাসপোর্ট ফি, এনবিআর ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্মনিবন্ধনসহ ১৩০টিরও বেশি সরকারি ফি। ফি পরিশোধের সঙ্গে সঙ্গেই গ্রাহকরা চালান ডাউনলোড করতে পারছে।
ফি দেয়ার জন্য অটোমেটেড চালান সিস্টেম-এর (https://ibas.finance.gov.bd/acs) ওয়েবসাইটে লগ-ইন করে নির্দিষ্ট সার্ভিসটি সিলেক্ট করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাশ সিলেক্ট করে ফি প্রদান করা যাবে। পেমেন্ট হয়ে গেলে গ্রাহকরা তাৎক্ষণিক চালান ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারবেন।
বিকাশের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবার ফি ছাড়াও দেয়া যাচ্ছে সব ধরনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন পরিষেবার বিল। সংবাদ বিজ্ঞপ্তি।