কর্তৃত্বের দ্বন্দ্বে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে সেখানে ঢাকার ডেপুটি কমিশনারকে (জেলা প্রশাসক) নতুন দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনায় ডিসি মোহাম্মদ মমিনুর রহমানকে সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে আলমগীর জামিলকে। আর অভিভাবক সদস্য হয়েছেন স্থানীয় জাকিয়া শিল্পী।
ঢাকা শিক্ষা বোর্ড গতকাল এক আদেশে জানিয়েছে, এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে ছয় মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।
আইডিয়ালের সভাপতি ও অধ্যক্ষকে হাইকোর্টে তলব
আদালতের আদেশ প্রতিপালন না করায় এর ব্যাখ্যা দিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করেছে হাইকোর্ট। তাদের আগামী ১ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে।
গতকাল বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএম সারোয়ার পায়েল।
আইনজীবী মনিরুজ্জামান আসাদ বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পান আনিসুর রহমান। তার থেকে বেশি ভোট পাওয়া দুজনকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়। এ দুজনের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু সন্ত্রাসীদের গুলিতে গত বছর মারা যান।
টিপু মারা যাওয়ার পর তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে আনিসুর রহমান তাকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। আবেদনে সাড়া না দেয়ায় আনিনুর রহমান হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১১ ডিসেম্বর আনিসুর রহমানকে ৩০ দিনের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
কিন্তু উচ্চ আদালতের আদেশের ৩০ দিন অনেক আগে পার হলেও আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়নি। গতকাল ওই রিট শুনানির একপর্যায়ে আদালতের আদেশ পালন না করায় তার ব্যাখ্যা দিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করে হাইকোর্ট। আবু হেনা মোরশেদ জামান বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।
মনিপুর স্কুল অ্যান্ড কলেজ
গত বছরের সেপ্টেম্বরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তখনকার অধ্যক্ষ ফরহাদ হোসেনকে অবৈধ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি। তিনি সোয়া দুই বছর ধরে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন জানিয়ে বোর্ডের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২ জুলাই বয়স ৬০ বছর হওয়ার পরও তার চাকরির মেয়াদ তিন বছর বৃদ্ধি করে গভর্নিং বডি।
এরপর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেরও (ডিআইএ) তদন্তে ফরহাদ হোসেনের নিয়োগ বিধিসম্মত না হওয়ার কথা জানানো হয়। এই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় বিষয়টি উচ্চ আদালতে গড়ায়।
পরে উচ্চ আদালতের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এর মধ্যে গত ১৭ মে তখনকার অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে আখলাক আহম্মদকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।
এর প্রতিবাদে ১৮ মে সকালে ক্লাস বর্জনের ঘোষণা দেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। ওইদিন সকালে মূল বালিকা শাখার সামনে শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটে। একপর্যায়ে শিক্ষকদের আন্দোলনের মুখে আখলাক আহম্মদ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন; তিনি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত জানিয়ে লিখিত দেন।
এই পরিস্থিতির মধ্যে দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার, ২৪ মে ২০২৩ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৪ জিলক্বদ শাওয়াল ১৪৪৪
নিজস্ব বার্তা পরিবেশক
কর্তৃত্বের দ্বন্দ্বে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে সেখানে ঢাকার ডেপুটি কমিশনারকে (জেলা প্রশাসক) নতুন দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনায় ডিসি মোহাম্মদ মমিনুর রহমানকে সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে আলমগীর জামিলকে। আর অভিভাবক সদস্য হয়েছেন স্থানীয় জাকিয়া শিল্পী।
ঢাকা শিক্ষা বোর্ড গতকাল এক আদেশে জানিয়েছে, এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে ছয় মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।
আইডিয়ালের সভাপতি ও অধ্যক্ষকে হাইকোর্টে তলব
আদালতের আদেশ প্রতিপালন না করায় এর ব্যাখ্যা দিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করেছে হাইকোর্ট। তাদের আগামী ১ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে।
গতকাল বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএম সারোয়ার পায়েল।
আইনজীবী মনিরুজ্জামান আসাদ বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পান আনিসুর রহমান। তার থেকে বেশি ভোট পাওয়া দুজনকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়। এ দুজনের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু সন্ত্রাসীদের গুলিতে গত বছর মারা যান।
টিপু মারা যাওয়ার পর তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে আনিসুর রহমান তাকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। আবেদনে সাড়া না দেয়ায় আনিনুর রহমান হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১১ ডিসেম্বর আনিসুর রহমানকে ৩০ দিনের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
কিন্তু উচ্চ আদালতের আদেশের ৩০ দিন অনেক আগে পার হলেও আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়নি। গতকাল ওই রিট শুনানির একপর্যায়ে আদালতের আদেশ পালন না করায় তার ব্যাখ্যা দিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করে হাইকোর্ট। আবু হেনা মোরশেদ জামান বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।
মনিপুর স্কুল অ্যান্ড কলেজ
গত বছরের সেপ্টেম্বরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তখনকার অধ্যক্ষ ফরহাদ হোসেনকে অবৈধ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি। তিনি সোয়া দুই বছর ধরে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন জানিয়ে বোর্ডের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২ জুলাই বয়স ৬০ বছর হওয়ার পরও তার চাকরির মেয়াদ তিন বছর বৃদ্ধি করে গভর্নিং বডি।
এরপর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেরও (ডিআইএ) তদন্তে ফরহাদ হোসেনের নিয়োগ বিধিসম্মত না হওয়ার কথা জানানো হয়। এই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় বিষয়টি উচ্চ আদালতে গড়ায়।
পরে উচ্চ আদালতের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এর মধ্যে গত ১৭ মে তখনকার অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে আখলাক আহম্মদকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।
এর প্রতিবাদে ১৮ মে সকালে ক্লাস বর্জনের ঘোষণা দেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। ওইদিন সকালে মূল বালিকা শাখার সামনে শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটে। একপর্যায়ে শিক্ষকদের আন্দোলনের মুখে আখলাক আহম্মদ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন; তিনি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত জানিয়ে লিখিত দেন।
এই পরিস্থিতির মধ্যে দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন করেছে ঢাকা শিক্ষা বোর্ড।