একগুচ্ছ হাইকু

হাইকেল হাশমী

ঝরা পাতার মৌসুম

পায়ের নিচে সবুজ

আশা চূর্ণবিচূর্ণ।

রাতের আঁধারে

তোমার মধুর হাসিতে

শত প্রদীপ জ্বলে।

এখন এমনো হয়

জীবন্ত দেহে সমাধি

কম্পিত হৃদয়ের।

তোমার স্মৃতি

আবেগের স্বচ্ছ আয়নায়

ঝলমলে ভ্রম।

সময় বহমান

জীবনও স্তব্ধ নয়

ছোটে অবিরাম।

রোজ ভোরে দেখি

মুখে কুঁচকানো রেখা

সব আয়নার দোষ।

বিস্ময় সাজিয়ে

বসে আছি সারা জীবন

আশায় নিরাশায়।

মনের হিম পর্বতে

তোমার উষ্ণ স্মৃতিতে

বরফ গলে যায়।

স্মৃতির বৃষ্টি

চোখের নির্জনতায়

স্বপ্ন বুনে যায়।

১০

দুঃখের আকাশে

অগণিত সুখপাখি

শূন্যে হারায়।

১১

আমার এই শহরে

অবয়বহীন কত লোকজন

ঘুরে পথভ্রষ্ট।

১২

ক্ষতবিক্ষত স্বপ্ন

নিদ্রাহীন চোখে শুধু

নির্জনতার বাস।

১৩

চাঁদের আলোয়

নিজের ছায়া সঙ্গে হাঁটে

ভয় পেয়ে যাই।

১৪

শুষ্ক হৃদয়ে

রিমিঝিমি অশ্রুর বৃষ্টি

পাই মাটির ঘ্রাণ।

১৫

দিনে নেই আলো

রাতের আকাশে নেই চাঁদ

প্রকৃতি ঘুমায়।

১৬

ঝলমলে চাঁদ

আমার জানলায় দেয় উঁকি

তুমি পাঠিয়েছো?

১৭

স্তব্ধ রাতে

হৃদয়ের স্পন্দন শুনি

নিশ্চিত বেঁচে আছি।

১৮

লাল কৃষ্ণচূড়া

আবার ফুটেছে মনে

রক্তাক্ত ক্ষত হয়ে।

১৯

ভোর হয়, রাত পোহায়

সময়ের ঘূর্ণিপাকে

জীবনের হয় অন্ত।

২০

ফুলের মৌসুমে

আবেগের শাখায় ফুটলো

তোমার স্মৃতির ফুল।

২১

বৃষ্টির অপেক্ষায়

শুষ্ক নদী, খাল, বিল

ফাটা মাটির বুক।

২২

সুরের মূর্ছনা

আবেগের ফুল মনের বৃক্ষে

পুষ্পিত কবিতা।

২৩

তোমার বিরহ

আত্মার মতো পবিত্র

স্পর্শহীন।

২৪

তুমি আর আমি

স্বপনকে করেছি হত্যা

বড় খুনী আমরা।

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

একগুচ্ছ হাইকু

হাইকেল হাশমী

image

ঝরা পাতার মৌসুম

পায়ের নিচে সবুজ

আশা চূর্ণবিচূর্ণ।

রাতের আঁধারে

তোমার মধুর হাসিতে

শত প্রদীপ জ্বলে।

এখন এমনো হয়

জীবন্ত দেহে সমাধি

কম্পিত হৃদয়ের।

তোমার স্মৃতি

আবেগের স্বচ্ছ আয়নায়

ঝলমলে ভ্রম।

সময় বহমান

জীবনও স্তব্ধ নয়

ছোটে অবিরাম।

রোজ ভোরে দেখি

মুখে কুঁচকানো রেখা

সব আয়নার দোষ।

বিস্ময় সাজিয়ে

বসে আছি সারা জীবন

আশায় নিরাশায়।

মনের হিম পর্বতে

তোমার উষ্ণ স্মৃতিতে

বরফ গলে যায়।

স্মৃতির বৃষ্টি

চোখের নির্জনতায়

স্বপ্ন বুনে যায়।

১০

দুঃখের আকাশে

অগণিত সুখপাখি

শূন্যে হারায়।

১১

আমার এই শহরে

অবয়বহীন কত লোকজন

ঘুরে পথভ্রষ্ট।

১২

ক্ষতবিক্ষত স্বপ্ন

নিদ্রাহীন চোখে শুধু

নির্জনতার বাস।

১৩

চাঁদের আলোয়

নিজের ছায়া সঙ্গে হাঁটে

ভয় পেয়ে যাই।

১৪

শুষ্ক হৃদয়ে

রিমিঝিমি অশ্রুর বৃষ্টি

পাই মাটির ঘ্রাণ।

১৫

দিনে নেই আলো

রাতের আকাশে নেই চাঁদ

প্রকৃতি ঘুমায়।

১৬

ঝলমলে চাঁদ

আমার জানলায় দেয় উঁকি

তুমি পাঠিয়েছো?

১৭

স্তব্ধ রাতে

হৃদয়ের স্পন্দন শুনি

নিশ্চিত বেঁচে আছি।

১৮

লাল কৃষ্ণচূড়া

আবার ফুটেছে মনে

রক্তাক্ত ক্ষত হয়ে।

১৯

ভোর হয়, রাত পোহায়

সময়ের ঘূর্ণিপাকে

জীবনের হয় অন্ত।

২০

ফুলের মৌসুমে

আবেগের শাখায় ফুটলো

তোমার স্মৃতির ফুল।

২১

বৃষ্টির অপেক্ষায়

শুষ্ক নদী, খাল, বিল

ফাটা মাটির বুক।

২২

সুরের মূর্ছনা

আবেগের ফুল মনের বৃক্ষে

পুষ্পিত কবিতা।

২৩

তোমার বিরহ

আত্মার মতো পবিত্র

স্পর্শহীন।

২৪

তুমি আর আমি

স্বপনকে করেছি হত্যা

বড় খুনী আমরা।