১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে ইউসিবি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে ইউসিবি ব্যাংক। এর জন্য ‘ভরসার নতুন জানালা’ নামের একটি প্রকল্প চালু করেছে ব্যাংকটি। গতকাল ইউসিবি এলডিসি মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক প্রকল্পের পরিচিতি, লোগো উন্মোচন এবং রুরাল ডেভেলপমেন্ট একাডেমির (আরডিএ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন ইউসিবির ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, প্রকল্পের সমন্বয়ক রেজাউল করিম সিদ্দিকী এবং এই প্রকল্পের বাস্তবায়ন সহযোগী বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনোয়ার ফারুক প্রমুখ।

কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় সারাদেশের প্রায় ৫০০ উপজেলা থেকে মোট ১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া দেশের ৪০টি উপজেলায় কৃষি-উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি সহায়তা প্রদানের মাধ্যমে কৃষির সমৃদ্ধিতে ‘মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও খবর
শীঘ্রই দেশে ডিজিটাল ব্যাংক চালু করবো : গভর্নর
পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএ-এর সঙ্গে সিবিসিসিআই-এর আলোচনা
বাজেটে শুল্ক কমানোসহ ৪ দফা দাবি বিড়ি শ্রমিকদের
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে পুনর্গঠিত বোর্ডের আলোচনা শুরু
চলতি বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ পরিচালনা পর্ষদ সভা
ওয়েভ ফাউন্ডেশন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংকে মানিলন্ডারিং প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভা
স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য উপহার

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে ইউসিবি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে ইউসিবি ব্যাংক। এর জন্য ‘ভরসার নতুন জানালা’ নামের একটি প্রকল্প চালু করেছে ব্যাংকটি। গতকাল ইউসিবি এলডিসি মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক প্রকল্পের পরিচিতি, লোগো উন্মোচন এবং রুরাল ডেভেলপমেন্ট একাডেমির (আরডিএ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন ইউসিবির ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, প্রকল্পের সমন্বয়ক রেজাউল করিম সিদ্দিকী এবং এই প্রকল্পের বাস্তবায়ন সহযোগী বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনোয়ার ফারুক প্রমুখ।

কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় সারাদেশের প্রায় ৫০০ উপজেলা থেকে মোট ১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া দেশের ৪০টি উপজেলায় কৃষি-উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি সহায়তা প্রদানের মাধ্যমে কৃষির সমৃদ্ধিতে ‘মডেল এলাকা’ হিসেবে গড়ে তোলা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।