শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ পরিচালনা পর্ষদ সভা

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)-এর ২০২২ ও ২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের ১০ম সভা গতকাল ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী, হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া এফবিসিসিআই এর ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ মেয়াদে সাধারণ পরিষদে এসসিবির ৫ (পাঁচ) জন প্রতিনিধি মনোনয়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান; ভাইস চেয়ারম্যান এ, কে, এম, আমিনুল মান্নান (খোকন); এবং পরিচালকরা মো. মুনির হোসেন; আরজু রহমান ভূঁইয়া; সৈয়দ মো. বখতিয়ার; মো. নুরুচ্ছাফা বাবু; জিয়াউল ইসলাম; গনেশ চন্দ্র সাহা ও কে, এম, আরিফুজ্জামান পর্ষদ সভায় যোগদান করেন।

image
আরও খবর
শীঘ্রই দেশে ডিজিটাল ব্যাংক চালু করবো : গভর্নর
পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএ-এর সঙ্গে সিবিসিসিআই-এর আলোচনা
বাজেটে শুল্ক কমানোসহ ৪ দফা দাবি বিড়ি শ্রমিকদের
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে পুনর্গঠিত বোর্ডের আলোচনা শুরু
চলতি বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
১৩০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে ইউসিবি ব্যাংক
তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন শাখা উদ্বোধন
ওয়েভ ফাউন্ডেশন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংকে মানিলন্ডারিং প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভা
স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য উপহার

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ পরিচালনা পর্ষদ সভা

image

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)-এর ২০২২ ও ২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের ১০ম সভা গতকাল ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী, হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়া এফবিসিসিআই এর ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ মেয়াদে সাধারণ পরিষদে এসসিবির ৫ (পাঁচ) জন প্রতিনিধি মনোনয়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান; ভাইস চেয়ারম্যান এ, কে, এম, আমিনুল মান্নান (খোকন); এবং পরিচালকরা মো. মুনির হোসেন; আরজু রহমান ভূঁইয়া; সৈয়দ মো. বখতিয়ার; মো. নুরুচ্ছাফা বাবু; জিয়াউল ইসলাম; গনেশ চন্দ্র সাহা ও কে, এম, আরিফুজ্জামান পর্ষদ সভায় যোগদান করেন।