চান্দিনায় পুলিশ পরিচয়ে ডাকাতি

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে পুলিশ পরিচয়ে গৃহ ডাকাতির ঘটনা ঘটে। গত সোমবার দিবাগত রাত ২টায় ওই ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় গৃহকর্তার ছেলে আ. মান্নান খান চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহকর্তা মো. রহমত আলী জানান, গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে একদল লোক ঘরে প্রবেশ করতে চায়। আমি তাদের কাছে কারণ জানতে চাই। এরই মধ্যে তারা এক তলা বিল্ডিংয়ের বসত ঘরের কলাপসিবল গেইটের তালা খুলে ১২-১৩ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই গৃহকর্তার হাত পা বেঁধে ফেলে। রামদা, সাবল, কাটার সহ অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতদল। এসময় তারা ঘরে রক্ষিত ৭৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেট, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, কাপড়-চোপড় সহ মালামাল লুট করে নেয়। রহমত আলী আরও জানান, তিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। ডাকাতরা তাদের ঘরের চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন মঙ্গলবার রাতে বলেন- ‘আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, রাস্তায় আছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

আরও খবর
মতলবে নির্মাণের ১১ দিনেই ধসে পড়ল কালভার্ট
গ্রাম পুলিশদের সাইকেল বিতরণ
কালকিনিতে অসহায় পরিবারকে চেক বিতরণ
সাতক্ষীরায় পরিত্যক্ত প্লাস্টিকে ভাগ্য বদলেছে মাফিজুরের
চুরি হচ্ছে একের পর এক ট্রান্সফরমার, বিপাকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ
‘শেখ হাসিনা মৃত্যুকে ভয় করে না, সুষ্ঠু নির্বাচনকে ভয় করে’
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উৎসব পালন
নরসিংদীতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত
হরিরামপুরে চালা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
নিখোঁজের ৩ দিন পর আ’লীগ নেতার মরদেহ উদ্ধার
টিটো রায়কে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনালের
আম বাগানে বছরে আয় ১৫ লাখ টাকা

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

চান্দিনায় পুলিশ পরিচয়ে ডাকাতি

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে পুলিশ পরিচয়ে গৃহ ডাকাতির ঘটনা ঘটে। গত সোমবার দিবাগত রাত ২টায় ওই ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় গৃহকর্তার ছেলে আ. মান্নান খান চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহকর্তা মো. রহমত আলী জানান, গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে একদল লোক ঘরে প্রবেশ করতে চায়। আমি তাদের কাছে কারণ জানতে চাই। এরই মধ্যে তারা এক তলা বিল্ডিংয়ের বসত ঘরের কলাপসিবল গেইটের তালা খুলে ১২-১৩ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই গৃহকর্তার হাত পা বেঁধে ফেলে। রামদা, সাবল, কাটার সহ অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতদল। এসময় তারা ঘরে রক্ষিত ৭৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেট, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, কাপড়-চোপড় সহ মালামাল লুট করে নেয়। রহমত আলী আরও জানান, তিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। ডাকাতরা তাদের ঘরের চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন মঙ্গলবার রাতে বলেন- ‘আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, রাস্তায় আছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’