‘শেখ হাসিনা মৃত্যুকে ভয় করে না, সুষ্ঠু নির্বাচনকে ভয় করে’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা বলছেন, তিনি মৃত্যুকেও করেন না। কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচনকে ভয় করেন। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনকে ভয় করেন। ভয় করেন বলেই আপনি সুষ্ঠু নির্বাচন দেন না।’

গতকাল বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুুরে সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন নাই, মিছিল করার অধিকার নাই। পুলিশের গুলিতে মানুষ মারা যাচ্ছে। এই নারায়ণগঞ্জে শাওন (বিএনপি কর্মী) মারা গেছে। সে অন্যায়, ছিনতাই, ডাকাতি কিছুই করেনি। কিন্তু তাকে গুলি করে মারা হয়েছে কেবল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে থাকার কারণে। পুলিশ ঠা-া মাথায় একজন মোটর শ্রমিক, বিএনপির কর্মীকে হত্যা করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কাউকে আঘাত করতে চাই না। আমরা চাই শেখ হাসিনার শাসন-ব্যবস্থার অবসান হোক। একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই। সেখানে যাদেরকে জনগণ ভোট দেবে তারা সরকার গঠন করবে।’

তিনি বলেন, ‘আজকে নাইকো (দুর্নীতি) মামলার বিচার শুরু করেছে। এই নাইকো মামলার আসামি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তিনি রাষ্ট্রক্ষমতার জোরে নিজের নাম বাদ দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াসহ কয়েকজনের নাম সেখানে দিয়ে বিচার করছেন। এটা প্রহসনের বিচার, শেখ হাসিনার ইচ্ছা পূরণের বিচার। উনি আদালত, পুলিশ, র‌্যাব নিয়ন্ত্রণ করেন। ওনাকে সবাই ভয় পায়।’

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘পুলিশের বেষ্টনীতে থেকে যুবলীগ, ছাত্রলীগ হামলা করে। এরমধ্যেও আমরা কর্মসূচি পালন করি। আন্দোলন সংগ্রামের নগরী নারায়ণগঞ্জ। এখানে অনেক অন্যায়, অবিচার হয়েছে। আজকে নিষ্পাপ কিশোর ত্বকী নেই কেন, শীতলক্ষ্যায় সাতটা লাশ কেন, এগুলো আমরা জানি। তাই সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়তে হবে।’

পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রমুখ। বেলা তিনটায় খানপুর হাসপাতাল রোডে এলাকায় জড়ো হন বিএনপি নেতারা। পরে খানপুর থেকে পদযাত্রাটি বিকেল পাঁচটায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আরও খবর
মতলবে নির্মাণের ১১ দিনেই ধসে পড়ল কালভার্ট
গ্রাম পুলিশদের সাইকেল বিতরণ
চান্দিনায় পুলিশ পরিচয়ে ডাকাতি
কালকিনিতে অসহায় পরিবারকে চেক বিতরণ
সাতক্ষীরায় পরিত্যক্ত প্লাস্টিকে ভাগ্য বদলেছে মাফিজুরের
চুরি হচ্ছে একের পর এক ট্রান্সফরমার, বিপাকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উৎসব পালন
নরসিংদীতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত
হরিরামপুরে চালা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
নিখোঁজের ৩ দিন পর আ’লীগ নেতার মরদেহ উদ্ধার
টিটো রায়কে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনালের
আম বাগানে বছরে আয় ১৫ লাখ টাকা

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

‘শেখ হাসিনা মৃত্যুকে ভয় করে না, সুষ্ঠু নির্বাচনকে ভয় করে’

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা বলছেন, তিনি মৃত্যুকেও করেন না। কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচনকে ভয় করেন। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনকে ভয় করেন। ভয় করেন বলেই আপনি সুষ্ঠু নির্বাচন দেন না।’

গতকাল বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুুরে সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন নাই, মিছিল করার অধিকার নাই। পুলিশের গুলিতে মানুষ মারা যাচ্ছে। এই নারায়ণগঞ্জে শাওন (বিএনপি কর্মী) মারা গেছে। সে অন্যায়, ছিনতাই, ডাকাতি কিছুই করেনি। কিন্তু তাকে গুলি করে মারা হয়েছে কেবল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে থাকার কারণে। পুলিশ ঠা-া মাথায় একজন মোটর শ্রমিক, বিএনপির কর্মীকে হত্যা করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কাউকে আঘাত করতে চাই না। আমরা চাই শেখ হাসিনার শাসন-ব্যবস্থার অবসান হোক। একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই। সেখানে যাদেরকে জনগণ ভোট দেবে তারা সরকার গঠন করবে।’

তিনি বলেন, ‘আজকে নাইকো (দুর্নীতি) মামলার বিচার শুরু করেছে। এই নাইকো মামলার আসামি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তিনি রাষ্ট্রক্ষমতার জোরে নিজের নাম বাদ দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াসহ কয়েকজনের নাম সেখানে দিয়ে বিচার করছেন। এটা প্রহসনের বিচার, শেখ হাসিনার ইচ্ছা পূরণের বিচার। উনি আদালত, পুলিশ, র‌্যাব নিয়ন্ত্রণ করেন। ওনাকে সবাই ভয় পায়।’

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘পুলিশের বেষ্টনীতে থেকে যুবলীগ, ছাত্রলীগ হামলা করে। এরমধ্যেও আমরা কর্মসূচি পালন করি। আন্দোলন সংগ্রামের নগরী নারায়ণগঞ্জ। এখানে অনেক অন্যায়, অবিচার হয়েছে। আজকে নিষ্পাপ কিশোর ত্বকী নেই কেন, শীতলক্ষ্যায় সাতটা লাশ কেন, এগুলো আমরা জানি। তাই সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়তে হবে।’

পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রমুখ। বেলা তিনটায় খানপুর হাসপাতাল রোডে এলাকায় জড়ো হন বিএনপি নেতারা। পরে খানপুর থেকে পদযাত্রাটি বিকেল পাঁচটায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।