বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উৎসব পালন

মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুড়ি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার শহীদ স্মৃতি সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজন কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক শাহ মুহাম্মদ মাহফুজুল বারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুদ রানা। আলোচনা সভার সভাপতি ও অতিথিবৃন্দ জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ইতিহাস, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বিশদ আলোচনা করেন। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা তুলে ধরে শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেককে নিজ নিজ দায়েত্ব পালনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে কলেজে কর্মরত সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত অংশ নেন।

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উৎসব পালন

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)

মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুড়ি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার শহীদ স্মৃতি সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজন কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক শাহ মুহাম্মদ মাহফুজুল বারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুদ রানা। আলোচনা সভার সভাপতি ও অতিথিবৃন্দ জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ইতিহাস, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বিশদ আলোচনা করেন। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা তুলে ধরে শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেককে নিজ নিজ দায়েত্ব পালনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে কলেজে কর্মরত সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত অংশ নেন।