টিটো রায়কে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনালের

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ফেস বুকে অবমাননাকর পোষ্ট দেবার অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামী টিটো রায়কে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দুপুরে রংপুরের সাইবার ট্রাইবুনালের বিচারক ড, আব্দুল মজিদ এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরনে জানা গেছে ২০১৭ সালের ২৮ অক্টোবর তারিখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরপাড়া গ্রামের মৃত খগেন্দ্রনাথ রােয়ের ছেলে শ্রী টিটো রায় মহানবী হযরত মুহাম্মদ সাঃ সম্পর্কে তার ফেস বুক আইডিতে অবমাননাকর নানান বক্তব্য সম্বলিত পোষ্ট দেন। এটি মহুর্তেই ভাইরাল হয়ে গেলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এ ঘটনায় ঠাকুরপাড়া সহ আশে পার্শ্বের গ্রামের মানুষের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় পার্শ্ববর্তী লালচাঁন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাজু মিয়া বাদী হয়ে ২০১৭ সালের ৬ নভেম্বর তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করে। পুলিশ আসামী টিটো রায়কে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ আসামী টিটো রায়ের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলাটি বিচারের জন্য রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে আসে। আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী টিটো রায়কে দোষি সাব্যস্ত করে দশ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ডের আদেশ দেন। এ ব্যাপারে সাইবার ট্রাইবুনালের পিপি রুহুল আমিন তালুকদার বলেন বিজ্ঞ বিচারক সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহণ করার পর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে বলেও জানান তিনি।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার অ্যাডভোকেট জানান মামলায় তারা ন্যায় বিচার পাননি তাছাড়া টিটো রায়ের ফেসবুক আইডি থেকে এটা পোস্ট করা হয়েছে কিনা তা ফরেন সিক প্রতিবেদনে আসেনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

আরও খবর
মতলবে নির্মাণের ১১ দিনেই ধসে পড়ল কালভার্ট
গ্রাম পুলিশদের সাইকেল বিতরণ
চান্দিনায় পুলিশ পরিচয়ে ডাকাতি
কালকিনিতে অসহায় পরিবারকে চেক বিতরণ
সাতক্ষীরায় পরিত্যক্ত প্লাস্টিকে ভাগ্য বদলেছে মাফিজুরের
চুরি হচ্ছে একের পর এক ট্রান্সফরমার, বিপাকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ
‘শেখ হাসিনা মৃত্যুকে ভয় করে না, সুষ্ঠু নির্বাচনকে ভয় করে’
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উৎসব পালন
নরসিংদীতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত
হরিরামপুরে চালা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
নিখোঁজের ৩ দিন পর আ’লীগ নেতার মরদেহ উদ্ধার
আম বাগানে বছরে আয় ১৫ লাখ টাকা

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

রংপুরে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগ

টিটো রায়কে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ সাইবার ট্রাইব্যুনালের

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ফেস বুকে অবমাননাকর পোষ্ট দেবার অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামী টিটো রায়কে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দুপুরে রংপুরের সাইবার ট্রাইবুনালের বিচারক ড, আব্দুল মজিদ এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরনে জানা গেছে ২০১৭ সালের ২৮ অক্টোবর তারিখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরপাড়া গ্রামের মৃত খগেন্দ্রনাথ রােয়ের ছেলে শ্রী টিটো রায় মহানবী হযরত মুহাম্মদ সাঃ সম্পর্কে তার ফেস বুক আইডিতে অবমাননাকর নানান বক্তব্য সম্বলিত পোষ্ট দেন। এটি মহুর্তেই ভাইরাল হয়ে গেলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এ ঘটনায় ঠাকুরপাড়া সহ আশে পার্শ্বের গ্রামের মানুষের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় পার্শ্ববর্তী লালচাঁন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাজু মিয়া বাদী হয়ে ২০১৭ সালের ৬ নভেম্বর তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করে। পুলিশ আসামী টিটো রায়কে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ আসামী টিটো রায়ের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলাটি বিচারের জন্য রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে আসে। আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী টিটো রায়কে দোষি সাব্যস্ত করে দশ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ডের আদেশ দেন। এ ব্যাপারে সাইবার ট্রাইবুনালের পিপি রুহুল আমিন তালুকদার বলেন বিজ্ঞ বিচারক সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহণ করার পর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে বলেও জানান তিনি।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার অ্যাডভোকেট জানান মামলায় তারা ন্যায় বিচার পাননি তাছাড়া টিটো রায়ের ফেসবুক আইডি থেকে এটা পোস্ট করা হয়েছে কিনা তা ফরেন সিক প্রতিবেদনে আসেনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।