মিছিলে এমপির হাতে অস্ত্র : অনুসন্ধানী রিপোর্ট আজ দেয়া হতে পারে

লাইসেন্স করা অস্ত্র এভাবে প্রদর্শনের সুযোগ নেই : পুলিশ সুপার

লাইসেন্স করা অস্ত্র যেনতেনভাবে প্রদর্শনের সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ। চট্টগ্রামের এক এমপি অস্ত্র হাতে মিছিলে অংশ নেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জীবন এবং সম্পদ রক্ষার্থে ছাড়া অন্য কোন ক্ষেত্রে লাইসেন্স করা প্রদর্শনের সুযোগ নেই। গতকাল বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গত ২২ মে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অস্ত্র হাতে নেতৃত্ব দেন বাঁশখালীর সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, একটি মিছিলে অস্ত্র প্রদর্শন করেছেন। পিস্তলটি বৈধ কি-না অবৈধ এবং খেলনা কি-না আমার ওসি এবং জেলা পুলিশের বিশেষ শাখাকে আমি একটা অনুসন্ধান প্রতিবেদন তিন দিনের মধ্যে দিতে বলেছি । আশা করি তা আজ পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর জানাতে পারব। বাকি যেটুকু আছে সেটাতো আপনারা দেখেছেন। নতুন করে বলার কিছু নয়।

তিনি আরও বলেন, আমাদের আইনে আছে জীবন এবং সম্পদ রক্ষার্থে কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করতে পারেন। কিন্তু ওনার এ বিষয়টা কেন ও কি জন্য প্রদর্শন করলো সে বিষয়ে উনার সঙ্গে কথা বলতে পারিনি।

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

মিছিলে এমপির হাতে অস্ত্র : অনুসন্ধানী রিপোর্ট আজ দেয়া হতে পারে

লাইসেন্স করা অস্ত্র এভাবে প্রদর্শনের সুযোগ নেই : পুলিশ সুপার

চট্টগ্রাম ব্যুরো

লাইসেন্স করা অস্ত্র যেনতেনভাবে প্রদর্শনের সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ। চট্টগ্রামের এক এমপি অস্ত্র হাতে মিছিলে অংশ নেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জীবন এবং সম্পদ রক্ষার্থে ছাড়া অন্য কোন ক্ষেত্রে লাইসেন্স করা প্রদর্শনের সুযোগ নেই। গতকাল বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গত ২২ মে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অস্ত্র হাতে নেতৃত্ব দেন বাঁশখালীর সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, একটি মিছিলে অস্ত্র প্রদর্শন করেছেন। পিস্তলটি বৈধ কি-না অবৈধ এবং খেলনা কি-না আমার ওসি এবং জেলা পুলিশের বিশেষ শাখাকে আমি একটা অনুসন্ধান প্রতিবেদন তিন দিনের মধ্যে দিতে বলেছি । আশা করি তা আজ পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর জানাতে পারব। বাকি যেটুকু আছে সেটাতো আপনারা দেখেছেন। নতুন করে বলার কিছু নয়।

তিনি আরও বলেন, আমাদের আইনে আছে জীবন এবং সম্পদ রক্ষার্থে কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করতে পারেন। কিন্তু ওনার এ বিষয়টা কেন ও কি জন্য প্রদর্শন করলো সে বিষয়ে উনার সঙ্গে কথা বলতে পারিনি।