স্মার্ট উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ই-ক্যাব

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তিতে ব্যবহারে আরো স্মার্ট এবং দক্ষ করে তুলতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এছাড়াও উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতার উন্নয়ন এবং ব্যাবসায় প্রসারে পারস্পরিক নেটওয়ার্ক ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে দেশের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহনকে আরও বেগবান করতে এখন থেকে একত্রে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ই-ক্যাব। এ বিষয়ে সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ই-ক্যাব সভাপতি শমী কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাক ফারজানা খান, ই-ক্যাব উইমেন্স ফোরামের সভাপতি নাজনীন নাহার, সহ-সভাপতি জেরিন মারজান খানসহ এসএমই ফাউন্ডেশন এবং ইক্যাবের কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৫ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

স্মার্ট উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ই-ক্যাব

image

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তিতে ব্যবহারে আরো স্মার্ট এবং দক্ষ করে তুলতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এছাড়াও উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতার উন্নয়ন এবং ব্যাবসায় প্রসারে পারস্পরিক নেটওয়ার্ক ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে দেশের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহনকে আরও বেগবান করতে এখন থেকে একত্রে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ই-ক্যাব। এ বিষয়ে সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ই-ক্যাব সভাপতি শমী কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাক ফারজানা খান, ই-ক্যাব উইমেন্স ফোরামের সভাপতি নাজনীন নাহার, সহ-সভাপতি জেরিন মারজান খানসহ এসএমই ফাউন্ডেশন এবং ইক্যাবের কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।