গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষকে কেন্দ্র করে তিন মামলায় বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে পটুয়াখালী। গ্রেপ্তার এড়াতে এসব নেতাকর্মী গা ঢাকা দিয়েছে। গত ২০ মে পটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির পৃথক দুইটি সমাবেশকে ঘিরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের ঘটনায় মোট তিনটি মামলায় পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৩ জন নেতাকর্মীকে আসামি করা করা হয়েছে। তালিকায় রয়েছে আরও সাত শতাধিক অজ্ঞাতনামা আসামি।

শুক্রবার, ২৬ মে ২০২৩ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৬ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

পটুয়াখালীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা

প্রতিনিধি, পটুয়াখালী

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষকে কেন্দ্র করে তিন মামলায় বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে পটুয়াখালী। গ্রেপ্তার এড়াতে এসব নেতাকর্মী গা ঢাকা দিয়েছে। গত ২০ মে পটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির পৃথক দুইটি সমাবেশকে ঘিরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের ঘটনায় মোট তিনটি মামলায় পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৩ জন নেতাকর্মীকে আসামি করা করা হয়েছে। তালিকায় রয়েছে আরও সাত শতাধিক অজ্ঞাতনামা আসামি।