ঈশ্বরগঞ্জে মোবাইল অ্যাপসের জুয়ায় নিঃস্ব যুবসমাজ

আইনশৃঙ্খলা কমিটির সভায় তোলপাড়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে যুবসমাজ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উপজেলায় অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে শত শত যুবক ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে নিঃস্ব হওয়ার অভিযোগ তোলেন উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা। স্থানীয় এরাকাবাসীর অভিযোগ পলাশ নামের ওই জুয়াড়ি উপজেলার বিশেষ সিন্ডিকেট গড়ে তুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ-বিদেশে বিশেষ নেটওর্য়াক গড়ে তুলছে। এতে দেশের টাকা বিদেশে পাচার করছে বলেও অভিযোগ রয়েছে। আর এ জুয়ার খপ্পরে পড়ে স্কুল কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ নিম্নআয়ের মানুষ মুহূর্তেই লাখ লাখ টাকার মালিক হওয়ার স্বপ্নে মেতে উঠে নিজেরা ধ্বংস হচ্ছে। এ সভায় উপস্থিত তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, তারা অভিযোগ তুলে বলেন, দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ সময় সভায় জাপার প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম দ্রুত এ সব অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন। ওসি মোস্তাসিনুর রহমান জানান, ইতোমধ্যে পলাশ বিদেশে পাড়ি দিয়েছে বলে শুনেছেন। তার বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করেনি। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পলাশ দেশব্যাপী অ্যাপসের মাধ্যমে জুয়া পরিচালনা করছে। এ উপজেলায় তার সহ¯্রাধিক এজেন্ট, মাস্টার এজেন্ট, সুপার এজেন্ট রয়েছে। এদের মধ্যে অনেকেই আঙুল ফুলে কলাগাছ বনেছে। এ বিষয়ে পলাশের সঙ্গে কথা বলার চেষ্টা করে থাকে পাওয়া যায়নি।

শুক্রবার, ২৬ মে ২০২৩ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৬ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

ঈশ্বরগঞ্জে মোবাইল অ্যাপসের জুয়ায় নিঃস্ব যুবসমাজ

আইনশৃঙ্খলা কমিটির সভায় তোলপাড়

প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে যুবসমাজ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উপজেলায় অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে শত শত যুবক ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে নিঃস্ব হওয়ার অভিযোগ তোলেন উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা। স্থানীয় এরাকাবাসীর অভিযোগ পলাশ নামের ওই জুয়াড়ি উপজেলার বিশেষ সিন্ডিকেট গড়ে তুলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ-বিদেশে বিশেষ নেটওর্য়াক গড়ে তুলছে। এতে দেশের টাকা বিদেশে পাচার করছে বলেও অভিযোগ রয়েছে। আর এ জুয়ার খপ্পরে পড়ে স্কুল কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ নিম্নআয়ের মানুষ মুহূর্তেই লাখ লাখ টাকার মালিক হওয়ার স্বপ্নে মেতে উঠে নিজেরা ধ্বংস হচ্ছে। এ সভায় উপস্থিত তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, তারা অভিযোগ তুলে বলেন, দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ সময় সভায় জাপার প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম দ্রুত এ সব অপরাধীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন। ওসি মোস্তাসিনুর রহমান জানান, ইতোমধ্যে পলাশ বিদেশে পাড়ি দিয়েছে বলে শুনেছেন। তার বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করেনি। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পলাশ দেশব্যাপী অ্যাপসের মাধ্যমে জুয়া পরিচালনা করছে। এ উপজেলায় তার সহ¯্রাধিক এজেন্ট, মাস্টার এজেন্ট, সুপার এজেন্ট রয়েছে। এদের মধ্যে অনেকেই আঙুল ফুলে কলাগাছ বনেছে। এ বিষয়ে পলাশের সঙ্গে কথা বলার চেষ্টা করে থাকে পাওয়া যায়নি।